শিরোনাম
◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৪, ১২:০৯ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌধুরী নাফিজ সরাফাতকে দুদকে তলব

আর্থিক খাতের আলোচিত ব্যক্তিত্ব ও পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় নাফিস সরাফতকে সেগুনবাগিচায় হাজির হতে বলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমানের সই করা ওই তলবি নোটিশে বলা হয়, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা এবং নিজেদের মাধ্যমে একে অন্যের যোগসাজশে বিপুল অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন।

নোটশটি নাফিস সরাফাতের গুলশান, নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২ এর বাসায় পাঠানো হয়েছে।

নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

নাফিজ সরাফাতের বিরুদ্ধে ব্যাংক দখল ও শেয়ারবাজার থেকে টাকা লুটপাটের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। গত ১৮ আগস্ট অনুসন্ধান শুরু করে দুদক।

অভিযোগের বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য জন্য দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়