শিরোনাম
◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর ◈ কোরবানির ঈদেই আসছে নতুন নোট, থাকছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ◈ বাংলাদেশে ভয়ংকর ফাঁদে তিন শ্রীলঙ্কান নাগরিক, যেভাবে অভিযান চালিয়ে উদ্ধার করেন পুলিশ ◈ ৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে ভারতীয় আক্রমণের আশঙ্কা (ভিডিও)

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৯:৩১ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিনিয়োগকারিরা আস্থা রাখতে না পারায় ৭ ব্যাংকের শেয়ার দর ১০ টাকারও কম  

সালেহ ইমরান: [২] পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, আস্থার সংকটের কারণে ব্যাংকগুলো কাক্সিক্ষত ডিপোজিট না পাওয়ায় এ সঙ্কট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার তীব্র সঙ্কট, কম ঋণ আদায়, তারল্য সঙ্কট, মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ, মূলধন ও প্রভিশন ঘাটতিসহ নানা সমস্যায় জর্জরিত এই ব্যাংকগুলো। (আমার সংবাদ ০৩-০৭-২০২৪) 

[৩] এই সাতটি ব্যাংক হলো আইসিবি ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ওয়ান ব্যাংক, এনআরবিসি ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক।

[৪] ঢাকা স্টক একচেঞ্জের সর্বশেষ লেনদেনের হিসেবে, মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দর এখন ৯ টাকা ৮০ পয়সা, এনআরবিসি’র ৯ টাকা ৯০ পয়সা, এবি ব্যাংক ৬ টাকা ৬০ পয়সা, গ্লোবাল ইসলামী ব্যাংক ৬টাকা ৫০ পয়সা, আইসিবি ইসলামী ব্যাংক মাত্র ৩ টাকা ৩০ পয়সা, ওয়ান ব্যাংক ৬ টাকা ৪০ পয়সা ও ইউনিয়ন ব্যাংক ৭ টাকা। 

[৫] এদিকে চরম দুরাবস্থায় থাকা কিছু ব্যাংক নানাভাবে তাদেন ক্রেডিট রেটিং ‘এ প্লাস’ দাবি করে প্রচারণা চালায়। এতে বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়। ক্রেডিট রেটিং হলো কোনো ব্যাংকের আর্থিক সক্ষমতা বা ঋণ নিলে ঠিক সময়ে পরিশোধ করার ক্ষমতা কতটা আছে সেটার মানদণ্ড। (সময়ের আলো ০২-০৭-২০২৪) 

[৬] শেয়ার বাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, কিছু লোকাল কোম্পানি এই ক্রেডিট রেটিং করে থাকে। অনেক সময় এসব রেটিংয়ের মান নিয়ে প্রশ্ন ওঠে। ব্যাংকের প্রকৃত চিত্র পেতে হলে ডিপোজিট বেড়েছে কিনা সেটা দেখতে হবে। (রাইজিং বিডি ০৩-০৭-২০২৪)

[৭] এ ব্যাপারে ডিএসই’র পরিচালক শরীফ আনোয়ার বলেন, শুধুমাত্র সাত ব্যাংক নয়, বেশ কিছু কোম্পানির শেয়ারদরই এখন ১০ টাকার নিচে। শেয়ারবাজারের অবস্থা ভালো হলে এগুলোর দর বাড়বে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হবে। আর বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিলে শেয়ারদরও বাড়বে। (একাত্তর টিভি ০৩-০৭-২০২৪)। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়