শিরোনাম
◈ শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক স্তরে বদলি ও পদায়নের নতুন নির্দেশনা ◈ হাজিদের সোয়া ৮ কোটি টাকা ফেরত দেবে সরকার ◈ জরুরি অবস্থা ঘোষণায় বিরোধীদলের অংশগ্রহণ ও নাগরিক অধিকার সুরক্ষার সুপারিশ ◈ গভীর রা‌তে ক্লাব বিশ্বকা‌পের ফাইনাল, এই আ‌য়োজ‌নে ফিফার আয় ২৪ হাজার কোটি টাকা ◈ সিরিজ বাঁচা‌তে রা‌তে শ্রীলঙ্কার মোকা‌বিলা কর‌বে বাংলা‌দেশ ◈ চীনের সুপার ড্যাম,: ভারত ও বাংলাদেশের উদ্বেগ ও বাস্তবতা ◈ ভেরিফিকেশন ছাড়া আর নয় শিক্ষক নিয়োগ: কার্যকর হলো শিক্ষা মন্ত্রণালয়ের নতুন পরিপত্র ◈ সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়িয়ে প্রজ্ঞাপন ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং হলেও জাতীয় নির্বাচন সম্ভব: বিবিসি বাংলাকে সিইসি ◈ সন্ত্রাসীদের ধরতে যে কোন সময় সারাদেশে চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় নিত্যপ্রয়োজনীয় পন্যে মূল্যবৃদ্ধি, হিমশিম ক্রেতাদের

আবু নাসের, সালথা: [২] ফরিদপুরের সালথায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, মাংস, মুরগি ও ডিমের মূল্য বৃদ্ধি পাচ্ছে। দাম বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মুল্যের উর্দ্ধগতি ঠেকাতে কাজ করছে প্রশাসন। 

[৩] সালথা বাজারে আসা কয়েকজন ক্রেতা জানান, গত কয়েক মাসের চেয়ে বর্তমানে সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। কাঁচা মাল, ডিম, মুরগি, মাংস ও চালসহ সব ধরণের দ্রব্য ক্রয় করতে আসলে হিমশিম খেতে হয় তাদের। 

[৪] সালথা বাজারের চাল ব্যবসায়ী মুরাদ হোসেন জানান, আগের চেয়ে বাজারে চালের মুল্যে কেজি প্রতি ২/৩ টাকা করে বেড়েছে। বর্তমানে বাজারে মোটা চাউল খুচরা মুল্য ৪৫ টাকা কেজি। আঠাশ জাতের চাল ৫৪ টাকা কেজি, কাজল লতা ৫৮ টাকা কেজি, পাইজাম ৫৫ টাকা কেজি। মিনিকেট ৭০ টাকা কেজি। বাঁশমতি ৮০ টাকা কেজি ও পোলার চাল ১০০ টাকা কেজি। 

[৫] মাংস ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, আগের চেয়ে ১০০ টাকা করে বেড়েছে মাংসের দাম। বর্তমানে বাজারে ষাড় গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা, গাভী গরুর মাংস ৭০০ টাকা ও খাসির মাংস ৯০০ থেকে ১১০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। 

[৬] মুরগী ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, অতিরিক্ত দাম বৃদ্ধি পেয়েছে মুরগির। দেশি মুরগি ৬০০ টাকা কেজি, লেয়ার মুরগী ৩৬০ টাকা কেজি, সোনালী মুরগি ৩৩০ টাকা কেজি ও ব্রয়লার ২০০ টাকা কেজি। এছাড়াও ব্রয়লার মুরগীর ডিম প্রতি হালি ৫৫টাকা। দেশি মুরগীর ডিম ৬০ টাকা ও হাসের ডিম প্রতি হালি ৭০ টাকা।

[৭] উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিছুর রহমান বালী বলেন, নিত্যপণ্যের মুল্যে স্বাভাবিক রাখতে মাঝে মাঝে বাজার মনিটরিং করা হয়। সরকারী নিধারিত মুল্যের চেয়ে যাতে নিত্যেপণ্যের মুল্যে বৃদ্ধি না হয়। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়