শিরোনাম
◈ জনসভার আগে তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান (ভিডিও) ◈ ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সাম‌রিক ক্ষমতা কোনও রসিকতা নয়: ইসরায়েলি কর্মকর্তা ও বিশ্লেষক ◈ রিয়াল মাদ্রিদকে হারিয়ে বা‌র্সেলোনার মেয়েরাও জিতল স্প‌্যা‌নিশ সুপার কাপ ◈ সারা দেশে বইছে নির্বাচনী হওয়া, তরুণরাই এবারের নির্বাচনে ভাগ্য নির্ধারণ করবে ◈ আবু সাঈদ হত্যা মামলা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ তৃতীয় দিনের যুক্তিতর্ক ◈ রামুতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিশালাকৃতির ‘বোমা’ উদ্ধার: ১০ বছর ধরে ব্যবহৃত হতো কাপড় ধোয়ার কাজে ◈ যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা: দুই শিশুসহ নিহত ৩ ◈ দুই দশক পর তারেক রহমান চট্টগ্রামে: ভোর থেকে পলোগ্রাউন্ডে বিএনপির নেতাকর্মীদের ভিড় ◈ তিস্তা মহাপরিকল্পনায় চীনের অগ্রগতি, সমঝোতার পথে বাংলাদেশ ◈ আই‌সি‌সি থে‌কে জয় শাহকে ‘গদিচ্যুত’ করার সুবর্ণ সুযোগ! বাংলা‌দে‌শের সমর্থনে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের পরামর্শ সা‌বেক‌দের

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৪, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৪, ০২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা

মনজুর এ আজিজ ও আমিনুল ইসলাম: [২] চলতি মাসে দুই দফা বৃদ্ধির পরে দেশের বাজারে সোনার দাম আজ কিছুটা কমেছে। তাতে ভালো মানের, অর্থাৎ হল-মার্ক করা ২২ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে প্রতি ভরি ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকায়। নতুন এ দাম আজ শনিবার দুপুর থেকে কার্যকর হয়েছে।

[৩] বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে, সে জন্য সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে রুপার দাম বাড়েনি। 

[৪] জুয়েলার্স সমিতির নতুন দাম অনুযায়ী, আজ দুপুর থেকে হল-মার্ক করা ২২ ক্যারেট সোনা প্রতি ভরি ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ৩৯৭ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ১৯৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরির দাম কমে ৭৮ হাজার ২৪২ টাকা হয়েছে।

[৫] মূল্য কমানোর আগে দেশে হল-মার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ছিল প্রতি ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা; এটিই ছিল এখন পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দর। এ ছাড়া আজ দুপুর পর্যন্ত ২১ ক্যারেট ১ লাখ ১৪ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেট ৯৭ হাজার ৮৮৪ টাকা ও সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি ৭৮ হাজার ৮০২ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে ২২ ক্যারেটের সোনার দাম কমেছে ভরিপ্রতি ৮৪০ টাকা, ২১ ক্যারেটে ৮০৫ টাকা, ১৮ ক্যারেটে ৬৮৮ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৫৬০ টাকা করে দাম কমেছে। এর আগে চলতি মাসের ৮ ও ১৮ তারিখে দুই দফায় সোনার দাম বেড়েছিল। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

এমএএ/এআই/এসবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়