শিরোনাম
◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী! ◈ কীভাবে বিদেশে গেলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, তদন্তে তিন উপদেষ্টার সমন্বয়ে কমিটি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৮:৫৯ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৮:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেমরায় ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তার ব্যবসায়ীকে আদালতে প্রেরন

 

 

বশির উদ্দিন, ডেমরা (ঢাকা): [২] রাজধানীর ডেমরায় আদালতে দায়ের করা ১০ লক্ষ্য টাকার  চেক ডিজঅনার মামলায় মো.মেহেদি হাসান (৩৬) নামে গ্রেপ্তার এক ব্যবসায়ীকে আদালতে পাঠিয়েছে ডেমরা থানা পুলিশ। 

[৩] মঙ্গলবার সকালে ডেমরার কোনাপাড়া শান্তিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা ও কুমিল্লার মো. মোশারফ হোসেনের ছেলে।

[৪] এ বিষয়ে ডেমরা থানার ওয়ারেন্ট অফিসার এএসআই মো. বজলু জানান, গত দুই বছর আগে হাজী মঞ্জুর আহম্মেদ হিরা নামে বন্ধুর সঙ্গে যৌথভাবে ব্যবসা শুরু করেন। কিছু দিন যেতেই মেহেদি হাসান ব্যবসার টাকা ও হিসাবে গড়মিল করতে থাকেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হিরা তার পাওনা টাকা চেকের মাধ্যমে নিতে গেলে ব্যাংকে ওই চেক পাশ হয়না। তাই বাধ্য হয়ে হিরা এ বছর আদালতে মেহেদির বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করেন। ওই মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গত কয়েকদিন আগে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ আসে। আর ওই নির্দেশ অনুযায়ী তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করা হয়েছে।

[৫] এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, যৌথ ব্যবসায় সমস্যা হলে আদালতে মামলা করেন হিরা। ওই মামলায় আদালতের নির্দেশে মেহেদিকে গ্রেপ্তার করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়