শিরোনাম
◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট ◈ নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ ◈ আজ রাতেই ফয়সালা হবে আওয়ামী লীগের বিষয়ে: নাহিদ ইসলাম ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে হাসনাতের নেতৃত্বে বিক্ষোভ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী ◈ ভারতে ক্ষেপণাস্ত্র হামলার খবর নিয়ে যা বলল পাকিস্তান

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২৪ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনারগাঁয়ে স্ত্রী কর্তৃক স্বামীকে হত্যার অভিযোগ

মো. শাহজালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করে স্ত্রী'র হাতে স্বামী হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রোজিনা বেগমকে (৪২) জিজ্ঞাসাবাদের জন্য সোনারগাঁ থানা পুলিশ আটক করেছেন।

আজ শুক্রবার বিকেলে উপজেলার কাচঁপুর সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্বামী শাহজাহান (৪৮) চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার মৃত শরীফ ভান্ডারীর ছেলে ও কাচঁপুর সোনাপুর গ্রামের আক্কাস আলীর ভাড়াটিয়া।

নিহতের স্বজনরা জানান, নিহত শাহাজাহানের ২য় স্ত্রী রোজিনাকে নিয়ে কাচঁপুর এলাকার আক্কাস আলীর বাড়ীতে ভাড়া থাকতেন। শুক্রবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ২য় স্ত্রী রোজিনা বেগম তার স্বামী শাহাজাহানের অন্ডকোষে আঘাত করেন। এ সময় শাহাজাহান কে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত ২য় স্ত্রী রোজিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়