শিরোনাম
◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর ◈ সাগর রক্ষায় জাপানের সঙ্গে চুক্তি, মহেশখালীতে হবে আদর্শ মৎস্যগ্রাম ◈ যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী ◈ তিন দেশের সমন্বয়ে গড়ে উঠছে নতুন ‘ইসলামিক ন্যাটো’ ◈ সংযুক্ত আরব আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের কবরের পাশে ঝুলছিলো ছেলের মরদেহ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: জেলার হরিণাকুণ্ডুতে মায়ের কবরের পাশে বাঁশবাগানে গলায় রশি দেওয়া অবস্থায় লুৎফর (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার কবরস্থান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লুৎফর রহমান একই গ্রামের মৃত কাদের সাহ এর ছেলে।

নিহতের স্ত্রী সাহিদা বানু জানান, বিগত তিনমাস যাবৎ তার স্বামী মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলো। প্রায় রাতেই তিনি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যেতেন আবার ফিরে আসতেন। গতরাতে মাগরিবের আজানের পর বাসা থেকে বেরিয়ে যায়। রাতে খোuজ করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে আজ ভোরে আমার ছোট ছেলে আমার শ্বাশুড়ির করবের পাশে তাকে দাঁড়ানো অবস্থায় দেখে আমাকে ডেকে নিয়ে যায়। আমি গিয়ে দেখি আমার শ্বাশুড়ির কবরের পাশে বাঁশের সাথে গলাই রশি দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলে আছে। পরে প্রতিবেশিদের সহযোগিতায় মরদেহটি বাড়ি নিয়ে আসি এবং থানায় খবর দেওয়া হয়।

এদিকে স্থানীয়দের মধ্যে অনেকে জানান, নিহত লুৎফর রহমানের উপরে প্রায়ই তার স্ত্রী ও ছোট ছেলে শারিরিকভাবে নির্যাতন করত। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নিহতের স্ত্রী।

হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ আবু আজিফ বলেন, প্রাথমিকভাবে ঘটনা আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়