শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৬:৩৫ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের কবরের পাশে ঝুলছিলো ছেলের মরদেহ

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: জেলার হরিণাকুণ্ডুতে মায়ের কবরের পাশে বাঁশবাগানে গলায় রশি দেওয়া অবস্থায় লুৎফর (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার কবরস্থান থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লুৎফর রহমান একই গ্রামের মৃত কাদের সাহ এর ছেলে।

নিহতের স্ত্রী সাহিদা বানু জানান, বিগত তিনমাস যাবৎ তার স্বামী মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলো। প্রায় রাতেই তিনি কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যেতেন আবার ফিরে আসতেন। গতরাতে মাগরিবের আজানের পর বাসা থেকে বেরিয়ে যায়। রাতে খোuজ করেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে আজ ভোরে আমার ছোট ছেলে আমার শ্বাশুড়ির করবের পাশে তাকে দাঁড়ানো অবস্থায় দেখে আমাকে ডেকে নিয়ে যায়। আমি গিয়ে দেখি আমার শ্বাশুড়ির কবরের পাশে বাঁশের সাথে গলাই রশি দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলে আছে। পরে প্রতিবেশিদের সহযোগিতায় মরদেহটি বাড়ি নিয়ে আসি এবং থানায় খবর দেওয়া হয়।

এদিকে স্থানীয়দের মধ্যে অনেকে জানান, নিহত লুৎফর রহমানের উপরে প্রায়ই তার স্ত্রী ও ছোট ছেলে শারিরিকভাবে নির্যাতন করত। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন নিহতের স্ত্রী।

হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ আবু আজিফ বলেন, প্রাথমিকভাবে ঘটনা আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়