স্বপন দেব, মৌলভীবাজার: শহরের রাজনগরে শাহব উদ্দিন (৩৫) নামে এক টমটম চালকের জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার হাজিনগর চা বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাহবউদ্দিন কুলাউড়া উপজেলার হিংগাজিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
জানা যায়, সকালে চা বাগানে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় এ প্রতিবেদককে জানান, নিহত চালক কুলাউড়ার ব্রাহ্মণবাজার থেকে রাজনগর পর্যন্ত টমটম চালাতো। রাতে কোন এক সময় তাকে কেউ বা কারা জবাই করে বাগানে ফেলে রেখে যায়। শনিবার সকালে এলাকাবাসীর খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিনিধি/একে