শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম ◈ এবার তারেক রহমান ও মির্জা ফখরুলকে ফেসবুকে ট্যাগ করে যা বললেন সারজিস ◈ সৌদি আরবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ‘থাড’ স্থাপন হলো ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫২ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে পি কে হালদারের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

পি কে হালদার

জাফর খান: ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশে অর্থ পাচার মামলার দায়ে অভিযুক্ত পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে আগামী ১৬ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। কলকাতায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তিন নম্বর আদালতের বিচারক শুভেন্দু সাহা মঙ্গলবার এই সংক্রান্ত আদেশটি দেন। প্রথম আলো 

আদালতের আদেশে বলা হয়েছে আগামী ১৭ এপ্রিল অভিযুক্ত ব্যক্তিদেরকে আদালতকে জানাতে হবে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের বিরুদ্ধে যেই অভিযোগ এনেছেন সে সংক্রান্ত নথি তাদের কাছে পৌঁছেছে কিনা। 

এদিকে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, অভিযোগের নথি এরইমধ্যে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার পি কে হালদার ও সহযোগীরা জামিনের জন্য কোনো আবেদন করেননি। এমনকি তাদের আইনজীবীরাও এদিন আদালতে কোনো বক্তব্য রাখেননি। এর আগে পি কে হালদারের করা জামিনের আবেদনটি খারিজ হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে গ্রেপ্তার করে ইডি। অভিযোগে বলা হয়েছিল, বাংলাদেশের একটি ব্যাংক থেকে অর্থ আত্মসাত করে ভারতে পালিয়ে এসেছিলেন তারা। 

পি কে হালদার ছাড়াও তার ভাই প্রাণেশ কুমার হালদারকেও গ্রেপ্তার করেছিলেন ইডি। তিনি উত্তর চব্বিশ পরগনায় পি কে হালদারের জমিজমা, বাড়ি ও মাছের ব্যবসার আংশিক দেখভালের দায়িত্বে ছিলেন। অন্য আসামীদের মধ্যে আমানা সুলতানা ওরফে শর্মি হালদারসহ আরও তিনজন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়