শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫২ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০৮:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে পি কে হালদারের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

পি কে হালদার

জাফর খান: ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশে অর্থ পাচার মামলার দায়ে অভিযুক্ত পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে আগামী ১৬ মে পর্যন্ত জেল হেফাজতে রাখার আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। কলকাতায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তিন নম্বর আদালতের বিচারক শুভেন্দু সাহা মঙ্গলবার এই সংক্রান্ত আদেশটি দেন। প্রথম আলো 

আদালতের আদেশে বলা হয়েছে আগামী ১৭ এপ্রিল অভিযুক্ত ব্যক্তিদেরকে আদালতকে জানাতে হবে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের বিরুদ্ধে যেই অভিযোগ এনেছেন সে সংক্রান্ত নথি তাদের কাছে পৌঁছেছে কিনা। 

এদিকে ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী জানিয়েছেন, অভিযোগের নথি এরইমধ্যে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার পি কে হালদার ও সহযোগীরা জামিনের জন্য কোনো আবেদন করেননি। এমনকি তাদের আইনজীবীরাও এদিন আদালতে কোনো বক্তব্য রাখেননি। এর আগে পি কে হালদারের করা জামিনের আবেদনটি খারিজ হয়ে গিয়েছিল।

উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থেকে গ্রেপ্তার করে ইডি। অভিযোগে বলা হয়েছিল, বাংলাদেশের একটি ব্যাংক থেকে অর্থ আত্মসাত করে ভারতে পালিয়ে এসেছিলেন তারা। 

পি কে হালদার ছাড়াও তার ভাই প্রাণেশ কুমার হালদারকেও গ্রেপ্তার করেছিলেন ইডি। তিনি উত্তর চব্বিশ পরগনায় পি কে হালদারের জমিজমা, বাড়ি ও মাছের ব্যবসার আংশিক দেখভালের দায়িত্বে ছিলেন। অন্য আসামীদের মধ্যে আমানা সুলতানা ওরফে শর্মি হালদারসহ আরও তিনজন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়