শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৫ মার্চ, ২০২৩, ১১:৪৬ রাত
আপডেট : ২৫ মার্চ, ২০২৩, ১১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় চাঁদা তোলা নিয়ে ছোট ভাইকে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার বুড়িচং উপজেলায় সিএনজি স্টেশনের জিবির (চাঁদা) টাকা নিয়ে বিরোধে আবুল কাসেম (৩৭) নামের একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

শনিবার উপজেলার শিকারপুর মালি বাড়ির নিকট এই ঘটনা ঘটে। নিহত কাসেম উপজেলার ভারিকোঠা গ্রামের মৃত আরব আলীর ছেলে। এ ঘটনায় নিমসার- কংশনগর বাজার সড়কের শিকারপুর এলাকার নারী পুরুষরা বিচার ও জিবি উত্তোলন বন্ধের দাবিতে লাশ নিয়ে দুই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী, পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. জাবেদুল ইসলাম এবং ইউপি সদস্যদের আশ্বাসে স্থানীয় লোকজন অবরোধ তুলে নেন।

নিহতের বড় ভাই সিএনজি অটো রিকশা চালক আবুল কালাম বলেন, শনিবার সকালে তিনি উপজেলার নিমসার বাজারে সিএনজি অটোরিকশা নিয়ে আসেন। এ সময় নিমসার বাজারে জিবির (চাঁদা) টাকাকে কেন্দ্র করে সায়েদুল, মিজান, বাকিরসহ ৬-৭ জন তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার ছোট ভাই আবুল কাসেম হাসপাতালে বড় ভাই আবুল কালামকে দেখে বাড়ি ফেরার পথে শিকারপুর মালি বাড়ি এলাকায় সায়েদুল, মিজান, বাকিরসহ ৬-৭জন পথ রোধ করে তাকেও পিটিয়ে মারাত্মক আহত করে। কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাসেমকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী বলেন, জিবির নামে চাঁদাবাজির কারণে প্রতিনিয়ত নানা অঘটন ঘটে। প্রথমে বড় ভাই আবুল কালাম পিটিয়ে আহত করে। ছোট ভাই আবুল কাসেম বাড়ি ফেরার পথে তাকেও পিটিয়ে হত্যা করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। 

বুড়িচং থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, জিবির টাকা নিয়ে মারামারির ঘটনায় একজনের মৃত্যুর খবর পাই। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। রাত ৮ টা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়