মঈন উদ্দীন, রাজশাহী: রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের একটি ভিডিও নিয়ে রাজশাহীজুড়ে চলছে তোলপাড়। পাড়া মহল্লায় চলছে সমালোচনা। ইতিমধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, বাথরুমের ভেতরে ডাবলু সরকার একজনের সঙ্গে ভিডিও কলে বিবস্ত্র অবস্থায় কথা বলছেন। তবে ছড়িয়ে পড়া ভিডিওটিতে অপর প্রান্তে কে আছেন তা বুঝা যাচ্ছে না। তাদের মধ্যে কী কথা হচ্ছে তা শোনা যায়নি। তবে এটিকে ভুয়া দাবি করে এরইমধ্যে থানায় মামলা করেছেন ওই আওয়ামী লীগ নেতা।
নগর আওয়ামী লীগের শীর্ষ নেতার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যেও দেখা গেছে অস্বস্তি ও চাপা ক্ষোভ। তবে ভয়ে প্রকাশ্যে মুখ খুলছেন না কেউই। যদিও অশ্লীল ভিডিও ফাঁস হওয়ার পর ডাবলু সরকারের অনুসারীরা বিব্রত হয়ে নীরব ভূমিকা নিয়েছেন।
এনিয়ে ডাবলু সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিডিওটা আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে, আমার অর্ধেক শরীরের সঙ্গে অন্য কারোটা সংযুক্ত করে এটা করা হয়েছে। আমি এখন মামলায় গেছি। তদন্তে যা আসবে তাই মেনে নেব।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, মামলায় কোন আসামির নাম উল্লেখ করা হয়নি। নতুন সময় নামের একটি অনলাইনের লিঙ্ক তিনি মামলা এজাহারে দিয়েছেন। পরে ১৮ ফেব্রুয়ারী শনিবার দুপুরে অভিযোগটি মামলাটি আকারে রেকর্ড করা হয়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
প্রতিনিধি/এসবি/এসবি২