শিরোনাম
◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় একটি মাদ্রাসায় ১ম শ্রেণীতে পড়–য়া ৭ বছর বয়সের এক ছাত্র ওই মাদ্রাসার পাক্ষিক শিক্ষক দ্বারা ২ বার বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খবর পেয়ে মঙ্গলবার দিনগত রাতে ডেমরার কোনাপাড়া এলাকার ওই মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক মো. ইয়াসিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই রাতেই ইয়াসিন দ্বিতীয়বার ছাত্রটিকে মাদ্রাসার টয়লেটে কৌশলে বলাৎকার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুক্তভোগী ছাত্রটির বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার মায়ের অন্যত্র বিয়ে হয় বলে ছেলেটি তার নানীর কাছেই থাকে। এদিকে পাক্ষিক শিক্ষক ইয়াসিনের কু নজর পড়ে নরম স্বভাবের ওই ছেলেটির দিকে। ওই ধারাবাহিকতায় ইয়াসিন ছেলেটিকে মারধর করে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে গত ২ মাস আগে ওই লম্পট তার টুপি ধোয়ার জন্য ছেলেটিকে বাথরুমে পাঠিয়ে দরজা বন্ধ করে বলাৎকার করে।

তারা আরও জানায়, ছেলেটিকে বারবার বলাৎকারের জন্য ওই শিক্ষক নানা প্রলোভন দেখিয়েছেন। তার সঙ্গে সঙ্গ দিলে ছেলেটির পড়াশোনার খরচ ও অন্যান্য যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেয় ওই লম্পট। এদিকে মঙ্গলবার রাতে বলাৎকারের পর ছেলেটি তার নানীর কাছে সব খুলে বলে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়