শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে কারা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪২ বিকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

ডেমরা (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ডেমরায় একটি মাদ্রাসায় ১ম শ্রেণীতে পড়–য়া ৭ বছর বয়সের এক ছাত্র ওই মাদ্রাসার পাক্ষিক শিক্ষক দ্বারা ২ বার বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় খবর পেয়ে মঙ্গলবার দিনগত রাতে ডেমরার কোনাপাড়া এলাকার ওই মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক মো. ইয়াসিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই রাতেই ইয়াসিন দ্বিতীয়বার ছাত্রটিকে মাদ্রাসার টয়লেটে কৌশলে বলাৎকার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুক্তভোগী ছাত্রটির বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর তার মায়ের অন্যত্র বিয়ে হয় বলে ছেলেটি তার নানীর কাছেই থাকে। এদিকে পাক্ষিক শিক্ষক ইয়াসিনের কু নজর পড়ে নরম স্বভাবের ওই ছেলেটির দিকে। ওই ধারাবাহিকতায় ইয়াসিন ছেলেটিকে মারধর করে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে গত ২ মাস আগে ওই লম্পট তার টুপি ধোয়ার জন্য ছেলেটিকে বাথরুমে পাঠিয়ে দরজা বন্ধ করে বলাৎকার করে।

তারা আরও জানায়, ছেলেটিকে বারবার বলাৎকারের জন্য ওই শিক্ষক নানা প্রলোভন দেখিয়েছেন। তার সঙ্গে সঙ্গ দিলে ছেলেটির পড়াশোনার খরচ ও অন্যান্য যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেয় ওই লম্পট। এদিকে মঙ্গলবার রাতে বলাৎকারের পর ছেলেটি তার নানীর কাছে সব খুলে বলে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান (পিপিএম) বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়