শিরোনাম
◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার ◈ আবারো মামুন লায়লার দ্বন্দ্ব, প্রকাশ্যে এলো ঐশী-মামুনের অন্তরঙ্গ মুহূর্ত ! ভিডিও ◈ পাকিস্তানের সেনাপ্রধানকে কি আটক ? যা জানা গেলো (ভিডিও) ◈ এবার মোদির বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০৩ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল ব্যবহারে বাধা, কুমিল্লায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

শাহাজাদা এমরান: কুমিল্লার চান্দিনায় মোবাইল ব্যবহারে বাঁধা দেওয়ায় অভিমানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে তানিয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী।  বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের খিরাসার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রী তানিয়া আক্তার ওই গ্রামের কেফায়েত উল্লাহ’র মেয়ে। দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় তানিয়া। সে খিরাসার মোহনপুর দাখিল মাদ্রাসার সদ্য ভর্তি হওয়া অষ্টম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লেখাপড়া বাদ দিয়ে মোবাইল চালাচ্ছিল ৮ম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী তানিয়া আক্তার। মেয়ের সারাক্ষণ মোবাইল আসক্তিতে বিরক্ত হয়ে বকাঝকা করেন মা হাছিনা বেগম। সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা যাওয়ার সময় তানিয়া গোমড়া মুখে ঘরে বসে থাকতে দেখে মা আবারও মাদ্রাসা যাওয়ার জন্য চাপ দেয়।

কিন্তু মেয়ে তানিয়া আক্তার মোবাইল ছাড়া মাদ্রাসায় যাবে না! ক্ষিপ্ত হয়ে মা আবারও মেয়ের প্রতি ক্ষোভ ঝেড়ে গরুর জন্য ঘাঁস আনতে যান। ফিরে এসে দেখেন মেয়ে তানিয়া গলায় ওড়না প্যাঁচিয়ে নিজের বসত ঘরের তীরের সাথে ফাঁসিতে ঝুলে আছে। 
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। 

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

প্রতিনিধি/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়