শিরোনাম
◈ গভীর ঘু‌মে যখন নগরবাসী তখন সংবর্ধনা পে‌লেন আফঈদা-ঋতুপর্ণারা ◈ নারী এশিয়ান কাপে ১১ দলই চূড়ান্ত, ফিফা র‌্যাঙ্কিংয়ে সবাই বাংলাদেশের উপ‌রে ◈ চী‌নে এশিয়া কাপ হ‌কি‌তে বাংলা‌দে‌শের হ্যাটট্রিক জয়  ◈ তিন নম্বর সতর্ক সংকেতে সুন্দরবনের খালে আশ্রয় নিয়েছে শত শত মাছ ধরার ট্রলার ◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:০৩ সকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল ব্যবহারে বাধা, কুমিল্লায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

শাহাজাদা এমরান: কুমিল্লার চান্দিনায় মোবাইল ব্যবহারে বাঁধা দেওয়ায় অভিমানে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে তানিয়া আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী।  বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) সকালে চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের খিরাসার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্রী তানিয়া আক্তার ওই গ্রামের কেফায়েত উল্লাহ’র মেয়ে। দুই বোন এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় তানিয়া। সে খিরাসার মোহনপুর দাখিল মাদ্রাসার সদ্য ভর্তি হওয়া অষ্টম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লেখাপড়া বাদ দিয়ে মোবাইল চালাচ্ছিল ৮ম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রী তানিয়া আক্তার। মেয়ের সারাক্ষণ মোবাইল আসক্তিতে বিরক্ত হয়ে বকাঝকা করেন মা হাছিনা বেগম। সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা যাওয়ার সময় তানিয়া গোমড়া মুখে ঘরে বসে থাকতে দেখে মা আবারও মাদ্রাসা যাওয়ার জন্য চাপ দেয়।

কিন্তু মেয়ে তানিয়া আক্তার মোবাইল ছাড়া মাদ্রাসায় যাবে না! ক্ষিপ্ত হয়ে মা আবারও মেয়ের প্রতি ক্ষোভ ঝেড়ে গরুর জন্য ঘাঁস আনতে যান। ফিরে এসে দেখেন মেয়ে তানিয়া গলায় ওড়না প্যাঁচিয়ে নিজের বসত ঘরের তীরের সাথে ফাঁসিতে ঝুলে আছে। 
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। 

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

প্রতিনিধি/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়