হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরে "পেট পার্টির" দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের পেট থেকে প্রায় ৫ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুরের কাপাসিয়ার ইব্রাহিম (৩৪) ও কক্সবাজারের উখিয়ায় সৈয়দ নুর (৩৬)।
বুধবার দুপুরে ফরিদপুরের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে থেকে পেট পার্টির ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর অফিসে এনে টয়লেটে নিয়ে ইয়াবার ক্যাপসুল বের করা হয়। ৫০টি ইয়াবা বিশেষভাবে স্কচটেপ দিয়ে মুড়িয়ে একেকটি ক্যাপসুল তৈরী করে এই ক্যাপসুলগুলো জুসের সাথে গিলে খেয়ে কক্সবাজার থেকে ঢাকা হয়ে ভাঙ্গায় সাপ্লাই দেয়ার উদ্দেশ্যে এসেছিল এই দুই আসামি।
তিনি আরো বলেন, এ পর্যন্ত ইব্রাহিমের পেটে থাকা মোট ৩৫০০ ও সৈয়দ নুরের পেটে থেকে ১৮৫০ পিস ইয়াবা বের করা সম্ভব হয়েছে। বাকি ইয়াবা পেট থেকে বের করার চেষ্টা চলছে। এছাড়া আসামিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে