শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজের ৪ দিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

লোকসানা আকতার

শাহাদাত হোসেন, রাউজান( চট্টগ্রাম): চট্টগ্রামের রাউজানে চার দিন আগে নিখোঁজ হওয়া গৃহবধূ লোকসানা আকতার (২৮) এর মরদে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায়  উপজেলার বাগোয়ান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আশরাফ খান মাতাব্বরের বাড়ির নালা থেকে এই  মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ওই এলাকার মুহাম্মদ আজমের স্ত্রী ও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়াডের সৌদিয়া প্রজেক্ট এলাকার মোহাম্মদ মফিজের মেয়ে। ৮ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। 

দাম্পত্য জীবনে তাদের  মাহফুজ (৭), কায়েস (৫), রমজান নামে আট মাস বয়সী ৩টি ছেলে সন্তান রয়েছে। নিহতের ননদ ফেরদৌস আকতার জানান, গত রবিবার (২৭ নভেম্বর) থেকে নিখোঁজ ছিল ভাবি। বিকালে আমি বাথরুমে যাওয়ার সময় নাকে গন্ধ লাগে, তখন আমি আমার মামাকে খবর দিয়েছি। মামা স্থানীয় ইউপি সদস্যকে খবর দিলে তিনি থানা পুলিশকে খবর দেন।

স্থানীয় ইউপি সদস্য উদয় দত্ত অর্ক বলেন, খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে আসি। বাড়ির পেছনের টয়লেটের পাশের নালায় মরদেহ দেখতে পায়।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। নিহতের ছোট বোন তাহমিনা আকতার অভিযোগ করে বলেন, আমার বোনকে মেরে ফেলা হয়েছে। এটি একটি হত্যাকাণ্ড। এ হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই আমি। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবদুল্লাহ আল হারুন বলেন, বাড়ির পেছনের সীমানা দেয়ালের পাশে পরিত্যক্ত নালায় ঢাকনা দেওয়া অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে৷ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শাশুড়িকে আটক করা হয়েছে। 

প্রতিনিধি/জেএ
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়