শিরোনাম
◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৩:২৩ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে পৃথক ঘটনায় গৃহবধূ'সহ দুই জনের আত্মহত্যা

আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান: রাজধানীতে পৃথক দুই স্থান উম্মে হাবিবা মুন্নি (৩২) ও মুগদায় মোহাম্মদ মাহাবুব (৩৭) নামের দুজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে, ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন। 

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল রেজা জানিয়েছেন, শুক্রবার (১ অক্টোবর) দিবাগত রাতে হাতিরঝিল মিরবাগ এলাকার বাসা থেকে স্বজনদের উপস্থিতিতে ছিটকানী ভেঙে গৃহবধূ উম্মে হাবিবা মুন্নি (৩২) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানান, স্বামী ও সন্তানের সাথে অভিমান করে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। 

অপরদিকে মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম একই দিন দিবাগত রাতে থানাধীন উত্তর মুগদা (৬২/৩/বি) বাসা থেকে মোহাম্মদ মাহবুব (৩৭) নামে এক গাড়ি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন। পরিবারের বরাত দিয়ে তিনি জানিয়েছেন পারিবারিক বিষয় কে কেন্দ্র করে তিনি আত্মহত্যা করেছেন। 

বংশালের নাজিরা বাজার সিক্কাটুলী লেন এর শেখ কামালের ছেলে মাহবুব।  মৃতা উম্মে হাবিবা মুন্নি সাভার হেমায়েতপুর জোদুরচরের হাসান তারেকের স্ত্রী।

সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছেন এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। সংশ্লিষ্ট থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়