শিরোনাম
◈ রাজনৈতিক ঐকমত্য জরুরি: কমিশনের সর্বশেষ বৈঠক আজ, সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের হাতে? ◈ সাবেক দুই সেনা কর্মকর্তার এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা ◈ নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় আসা কে এই সুশীলা কার্কি? ◈ ভারতের সুপ্রিম কোর্টে সতর্কবার্তা: বাংলাদেশ-নেপালে তরুণদের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি ◈ কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল ◈ কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত ◈ ৯/১১ হামলার ২৪ বছর: নিহতদের স্মরণে যুক্তরাষ্ট্রে শোক ও শ্রদ্ধা ◈ ৩৩ বছর পর ভোট জাকসুতে—ভিপি, জিএস, এজিএসসহ ২৫ পদে লড়ছেন ১৭৭ প্রার্থী ◈ নরসিংদীতে তুচ্ছ ঘটনায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা ◈ চিঠি লিখে ভারতকে একহাত নিলেন নেপালের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৬ বিকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিজন ভ্যানে ফিরতি পথে হোটেলে ৫০ মিনিট ‘গোপন বৈঠক’: সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমানকে ঘিরে নতুন বিতর্ক

আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক পোস্টে শেয়ার হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান কারাগারে ফেরার পথে নরসিংদীর একটি হোটেলে দীর্ঘ সময় যাত্রা বিরতি করেন। ভিডিও পুরো পোস্ট দেয়া হল দেখুন..

এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে মনে আছে নিশ্চই? 

গত বছরের কোরবানি ঈদের আগে ছেলের ১৫ লাখ টাকায় ছাগল কেনার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গতমাসের ১২ তারিখ (১২ আগষ্ট,২০২৫) এই মতিউরকে কিশোরগঞ্জ কারাগার হতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে দুর্নীতির মামলা শুনানির জন্যে নেয়া হয়। শুনানি শেষে কারাগারে ফেরার পথে মতিউরকে বহনকারী গাড়িটি নরসিংদীর নিরালা হাড্ডি হোটেল এন্ড রেস্টুরেন্টে বিকেল ৫.১৮ মিনিট হতে ৬.০৮ মিনিট পর্যন্ত যাত্রা বিরতি করে। 

নির্ভরযোগ্য সূত্রে এই সংবাদ পাওয়ার পর, উক্ত হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ফুটেজটি যাচাই করে দেখা যায়, বিকেল ৫.১৮ মিনিটে মতিউরকে বহনকারী পুলিশের একটি প্রিজন ভ্যান এবং প্রিজন ভ্যানের সাথে আসা পুলিশের এসকর্ট গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায়। এবং হাতকড়া ছাড়াই মতিউরকে প্রিজন ভ্যান থেকে নামানো হয়। 

হোটেলের ভেতরের সিসিটিভি ফুটেজ থেকে নিশ্চিত হওয়া যায়, আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন সাদা টি-শার্ট, জিন্স ও কালো রঙের জুতা পরিহিত একজন ব্যক্তি (৫.১৯.১৬ সেকেন্ড টাইম কোড দেখুন), মতিউরকে আনা হচ্ছে দেখেই তিনি হোটেলের একটি ভেতরের কক্ষে ঢুকে পড়েন, এর কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা মতিউরকেও সেই কক্ষে প্রবেশ করিয়ে বাইরে অবস্থান করেন (৫.১৯.৪২ সেকেন্ড টাইম কোড দেখুন)। 

এরপর ৬.০৬.১৯ সেকেন্ডে, মতিউর সেই সাদা টিশার্ট পরিহিত ব্যক্তির কাঁধে হাত দিয়ে সেই কক্ষ হতে বের হন, এবং বেশ স্বাভাবিকভাবে মতিউর প্রিজনভ‍্যানের দিকে এগিয়ে যান, এবং তাঁর আশেপাশের সকল পুলিশদের বডি ল‍্যাংগুয়েজ স্পষ্ট বলে দিচ্ছে, সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান সম্পূর্ণ পরিস্থিতির নিয়ন্ত্রণে রয়েছেন। 

ঠিক ৬.০৬.৫৬ সেকেন্ডে সাদা টি-শার্ট পরিহিত ব্যক্তি মতিউরকে আলিঙ্গন করে প্রিজন ভ্যানে উঠিয়ে বিদায় জানান, ৬.০৮.৫০ সেকেন্ডে এসকর্ট গাড়ি সহ, প্রিজনভ‍্যানটিকে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়। 

এ বিষয়ে আমি তিনজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি এবং তাঁরা নিশ্চিত করেছেন আসামীসহ কোনভাবেই এধরনের অননুমোদিত বিরতির সুযোগ নেই। যদি পথে জরুরিভাবে খাওয়া বা বাথরুমের জন্যেও বিরতি নেয়া হয় তাহলে বন্দিকে হাতকড়া সহ, কড়া প্রহরায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্বল্প সময়ের জন্যে ৫-১০ মিনিট সর্বোচ্চ বিরতি নেয়া যেতে পারে। 

তবে কোনোভাবেই কারো সাথে একান্তে সাক্ষাৎ করানোর সুযোগ নেই, এবং ৫০ মিনিট এভাবে আসামীকে মিটিংয়ের সুযোগ করে দেয়া একেবারেই অনৈতিক, তাঁরা মন্তব্য করেন এটি সম্পূর্ণভাবেই আইনের পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। 

আশা করছি যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবেন, এবং মতিউর যার সাথে দেখা করেছেন তাঁর পরিচয় খুঁজে বের করবেন এবং কি কারণে তাঁদের এই মিটিংয়ের আয়োজন সেটাও জানার চেষ্টা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়