শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:২৯ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

বিদেশি মুদ্রা ও সোনাসহ বেবিচকের নিরাপত্তাকর্মী আটক

মনজুর এ আজিজ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি মুদ্রা ও সোনাসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা।
আটক ব্যক্তির নাম মো. ওহিদুর। শনিবার রাত ১টা ২০ মিনিটে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও তিনটি স্বর্ণের বারসহ মোট ৫৪২ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

বেবিচক সূত্র জানায়, গ্রিন চ্যানেলে ওহিদুরের সন্দেহজনক আচরণ দেখে এনএসআই সদস্যরা তার প্রবেশের কারণ জানতে চান। এসময় তিনি সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হন। এরপর তার দেহ তল্লাশি করা হলে ১২৫০ সৌদি রিয়াল, বিভিন্ন স্বর্ণালংকার ও তিনটি বারসহ মোট ৫৪২ গ্রাম সোনা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওহিদুর জানান, সৌদিয়া এয়ারলাইন্সের রিয়াদ-ঢাকা ফ্লাইটের যাত্রী আলামিন নামক এক ব্যক্তি তাকে এসব স্বর্ণালংকার হস্তান্তর করেন। তিনি এগুলো বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ লিটন নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার বিনিময়ে ১২৫০ সৌদি রিয়াল প্রাপ্তির কথা স্বীকার করেন। এরপর তাকে থানায় সোপর্দ করা হয়।
বেবিচক সূত্র আরও জানিয়েছে, বিমানবন্দরে দুর্নীতি ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর নীতি অনুসরণ করছে এবং এরই ধারাবাহিকতায় যেকোনো অনিয়ম ও দুর্নীতি দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়