শিরোনাম
◈ সাফারি পার্ক থেকে রিংটেইলড লেমুর চুরি, সীমান্ত হয়ে বিদেশে পাচার: বন্যপ্রাণী পাচার চক্রে সক্রিয় আন্তর্জাতিক সিন্ডিকেট ◈ ‘আমি একজন হতভাগী, পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’ ◈ গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা ◈ ভারতীয় সীমান্তে সক্রিয় চক্র, দেখতে আসল কিন্তু জাল টাকা! (ভিডিও) ◈ নিউ ইয়র্কের মেয়র মামদানি উগান্ডার ক্রিকেট লিগে খেলেছেন ◈ জামায়াত নেতার ‘নো হাংকি পাংকি’ বক্তব্যের কড়া সমালোচনা করলেন মাসুদ কামাল ◈ ‘চিকেনস নেক’ বা শিলিগুড়ি করিডর: বাংলাদেশ ঘিরে কৌশলগত চাপ বাড়াতে ভারতের নতুন পদক্ষেপ ◈ ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব নিয়ে ঢাকায় হবে সুপার কাপ ফুটবল  ◈ ‌ক্রিশ্চিয়া‌নো রোনালদোর কাছে সৌদি আর‌বের চেয়ে স্পেনে গোল করা সহজ ◈ কয়েকশ কারখানা বন্ধ ও লাখো শ্রমিক বেকার, বাংলাদেশের গার্মেন্টস শিল্পের পরিস্থিতি কতটা উদ্বেগের

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে ঘড়ে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] আড়াইহাজারে আলমগীর হোসেন (৪০) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দূর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী আসমা আক্তার (৩৫) আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[৩] বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।

[৪] এর আগে গতকাল বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার গোপালদী পৌরসভার সোনাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। 

[৫] নিহত মোহাম্মদ আলমগীর ওই গ্রামের মৃত শরাফত আলীর ছেলে।

[৬] হাসপাতালে চিকিৎসাধীন নিহতের স্ত্রী আছমা আক্তার জানান, ঘটনার দিন রাত ১টার দিকে পরিবার-পরিজন নিয়ে শয়ণ কক্ষে ঘুমাচ্ছিলাম। এ সময় ৫/৬ জনের বোরকা পরিহিত একদল দূর্বৃত্ত কৌশলে টিনশেড ভবনের দরজা খুলে ভিতরে প্রবেশ করেই মশারী উল্টিয়ে আলমগীরের পেটে ছুরিকাঘাত করে। বাঁধা দিতে গেলে দূর্বৃত্তরা আমাকেও অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে বাড়ীর লোকজন টের পেয়ে আলমগীরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

[৭] তবে দূর্বৃত্তরা কোন জিনিস পত্র নেয়নি বলেও জানান আছমা আক্তার।

[৮] এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, নিহতের সাথে কারো পূর্ব শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়