শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে করা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ১১:২৯ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় ২টি রাইফেল ৫০ রাউন্ড গুলিসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক, উখিয়া: [২] কক্সবাজারের উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে সম্প্রতি মিয়ানমারের যুদ্ধ ফেরত ১ আরসা সন্ত্রাসীকে জি-৩ সাদৃশ্য ২টি রাইফেল ও ৫০ রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেপ্তার করেছে এপিবিএন। 

[৩] রোববার (১৪ জুলাই) রাত ১ টার দিকে ক্যাম্প ২০, ব্লক- এম/৩৫ এর সাব মাঝি নূর আলমের চায়ের দোকানের উত্তরপাশ সংলগ্ন বাশের ব্রিজের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

[৪] গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসী হলেন, ১১ নম্বর ক্যাম্পের ১৫/এ -ব্লকের মৃত হাসান আহমেদ এর ছেলে মোহাম্মদ ইলিয়াস (২৬)।

[৫] ১৪ এপিবিএনের অধিনায়ক (অতি: ডিআইজি) মো. ইকবাল, রোববার এসব তথ্য জানান। 

[৬] তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মো. আরেফিন জুয়েল, সহ অধিনায়ক (পুলিশ সুপার) এর সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে অংশু কুমার দেব, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা ক্যাম্প ২০, ব্লক- এম/৩৫ এর সাব মাঝি নূর আলমের চায়ের দোকানের উত্তরপাশ সংলগ্ন বাশের ব্রিজের উপর থেকে সদ্য মিয়ানমারের যুদ্ধ হইতে ফেরত আরসা সন্ত্রাসী রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াসকে তার নিজ হেফাজত থেকে ২টি জি-৩ সাদৃশ্য রাইফেল ও ৫০ রাউন্ড রাইফেলের গুলিসহ গ্রেপ্তার করে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প হেফাজতে নিয়ে আসা হয়। 

গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়