শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৪, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার 

ফরিদপুর প্রতিনিধি: [২] জেলার বোয়ালমারীতে ছয় বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় মো. কাজল শেখকে (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

[৩] শনিবার (১৫ জুন) সকালে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

[৪] থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটির বাবা আরেকটি বিয়ে করায় তার মায়ের সাথে নানা বাড়িতে থাকেন। তার মা জুট মিলে কাজ করেন। ওই শিশুর নানী জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের একটি ইট ভাটায় শ্রমিকদের রান্নার কাজ করেন। মা বাড়িতে না থাকায় শুক্রবার (১৪ জুন) শিশুটি নানীর সাথে ইট ভাটায় গিয়ে খেলাধুলা করছিল। ওইদিন বিকেল ৬টার দিকে সাতৈর ইউনিয়নের কানখরদি গ্রামের মো. ছিরু শেখের ছেলে কাজল শেখ শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। অসুস্থ ওই শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

[৫] ধর্ষণের ঘটনায় শিশুর নানা হাসেম মল্লিক বাদি হয়ে শুক্রবার রাতে স্থানীয় থানায় ধর্ষণ মামলা করেন। মামলা নম্বর ২৫। মামলার পরেই আসামি কাজলকে গ্রেপ্তার করে গতকাল শনিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। 

[৬] এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ওইদিন রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। অসুস্থ শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি//একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়