শিরোনাম
◈ দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী ◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি ◈ স্থিতিশীল বাজারে সবজি রপ্তানিতে রেকর্ড: এক বছরে প্রবৃদ্ধি ৩১৩%, শীর্ষে আলু ও বাঁধাকপি ◈ ঘরে বসেই অনলাইনে দেশ-বিদেশ থেকে পাগলা মসজিদে দান করা যাবে ◈ আলজাজিরার অনুসন্ধানে বাংলাদেশ-ভারত কিডনি পাচার চক্রের চাঞ্চল্যকর তথ্য ◈ রংপুর বিভাগে ৩৩ প্রার্থীর নাম ঘোষণা জামায়াতে ইসলামীর

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৪, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার 

ফরিদপুর প্রতিনিধি: [২] জেলার বোয়ালমারীতে ছয় বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় মো. কাজল শেখকে (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

[৩] শনিবার (১৫ জুন) সকালে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

[৪] থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটির বাবা আরেকটি বিয়ে করায় তার মায়ের সাথে নানা বাড়িতে থাকেন। তার মা জুট মিলে কাজ করেন। ওই শিশুর নানী জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের একটি ইট ভাটায় শ্রমিকদের রান্নার কাজ করেন। মা বাড়িতে না থাকায় শুক্রবার (১৪ জুন) শিশুটি নানীর সাথে ইট ভাটায় গিয়ে খেলাধুলা করছিল। ওইদিন বিকেল ৬টার দিকে সাতৈর ইউনিয়নের কানখরদি গ্রামের মো. ছিরু শেখের ছেলে কাজল শেখ শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। অসুস্থ ওই শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

[৫] ধর্ষণের ঘটনায় শিশুর নানা হাসেম মল্লিক বাদি হয়ে শুক্রবার রাতে স্থানীয় থানায় ধর্ষণ মামলা করেন। মামলা নম্বর ২৫। মামলার পরেই আসামি কাজলকে গ্রেপ্তার করে গতকাল শনিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। 

[৬] এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ওইদিন রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। অসুস্থ শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি//একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়