শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ১৫ জুন, ২০২৪, ০৫:৩৬ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৪, ০৫:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার 

ফরিদপুর প্রতিনিধি: [২] জেলার বোয়ালমারীতে ছয় বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় মো. কাজল শেখকে (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

[৩] শনিবার (১৫ জুন) সকালে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে। 

[৪] থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শিশুটির বাবা আরেকটি বিয়ে করায় তার মায়ের সাথে নানা বাড়িতে থাকেন। তার মা জুট মিলে কাজ করেন। ওই শিশুর নানী জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের একটি ইট ভাটায় শ্রমিকদের রান্নার কাজ করেন। মা বাড়িতে না থাকায় শুক্রবার (১৪ জুন) শিশুটি নানীর সাথে ইট ভাটায় গিয়ে খেলাধুলা করছিল। ওইদিন বিকেল ৬টার দিকে সাতৈর ইউনিয়নের কানখরদি গ্রামের মো. ছিরু শেখের ছেলে কাজল শেখ শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। অসুস্থ ওই শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

[৫] ধর্ষণের ঘটনায় শিশুর নানা হাসেম মল্লিক বাদি হয়ে শুক্রবার রাতে স্থানীয় থানায় ধর্ষণ মামলা করেন। মামলা নম্বর ২৫। মামলার পরেই আসামি কাজলকে গ্রেপ্তার করে গতকাল শনিবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। 

[৬] এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ওইদিন রাতেই আসামিকে গ্রেপ্তার করা হয়। অসুস্থ শিশুকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি//একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়