শিরোনাম
◈ (৬ ডিসেম্বর) বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার ◈ ভারতীয়দের বাংলাদেশবিরোধী বিক্ষোভ, পর্যটন ও চিকিৎসা ব্যবসায় বড় ধস ◈ যুক্তরাজ্যে শেখ হাসিনার সমাবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম ◈ এস আলমমুক্ত ৬ ব্যাংকের এলসি খোলায় শর্ত প্রত্যাহার ◈ ‌‘আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে’ (ভিডিও) ◈ খোঁজ মিলেছে শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’  ◈ মুক্তির পর বাবুল আক্তারকে নিয়ে চিন্তিত দ্বিতীয় স্ত্রী, যা বললেন  ◈ সংখ্যালঘুদের রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ আছি: শায়খ আহমাদুল্লাহ  ◈ আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে শারমিন আক্তার সুপ্তা ◈ দেশে ফিরেছে বিশ্বকাপে উন্নীত হওয়া যুব হকি দল, ৫ লাখ টাকা পুরস্কার দেবে ফেডারেশন

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৮:১৩ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাষ্ট্রপতি পরিচয়ে বদলির তদবির, ডিবির অভিযানের সময় অজ্ঞান

মুযনিবীন নাইম: [২] স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের মোবাইলে সম্প্রতি রাষ্ট্রপতির পরিচয় দিয়ে একটি নম্বর থেকে একজন নার্সকে বদলির সুপারিশের জন্য দুটি এসএমএস করা হয়। স্বাস্থ্যমন্ত্রী মেসেজ দুটি ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের কাছে পাঠান। ডিবি বিষয়টি তদন্ত করে দেখে-রাষ্ট্রপতির মোবাইল থেকে অথবা রাষ্ট্রপতির কার্যালয় থেকে স্বাস্থ্যমন্ত্রীর মোবাইলে কোনো মেসেজ দেওয়া হয়নি। অর্থাৎ নার্সকে বদলির সুপারিশের মেসেজটি ভুয়া।

[৩] তদন্তের এক পর্যায়ে দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ভুয়া রাষ্ট্রপতি পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. সিরাজ। তাকে পাবনার সুজানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে  যখন গ্রেপ্তার করতে ডিবি পুলিশ তার বাসায় যায় তখন তিনি অজ্ঞান হয়ে পড়েন।

[৪] বুধবার দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সম্প্রতি সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসা. নবীনা খাতুন ও মোসা. পারভীন আক্তারের নাম দিয়ে  সিরাজ রাষ্ট্রপতি পরিচয় দিয়ে তাদের অন্যত্র বদলির জন্য স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনের মোবাইলে মেসেজ পাঠান।

[৫] তিনি বলেন, রাষ্ট্রপতির পরিচয় দিয়ে গ্রেপ্তার সিরাজ একাধিক এমপির ভুয়া ডিও লেটার দিয়েছেন। ডিও লেটার দিয়ে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে বদলির জন্য তদবির করেছেন। সিরাজ অষ্টম শ্রেণি পাস। তিনি বিয়ে করেছেন তিনটি। এর মধ্যে একজন নার্স, একজন শিক্ষক এবং ৮ মাস আগে তিনি আরেকটি নতুন বিয়ে করেছেন।

[৬] তিনি আরও বলেন, রাষ্ট্রপতি ছাড়াও সিরাজ বিভিন্ন এমপি ও মন্ত্রীদের নাম ভাঙিয়ে প্রতারণা করেছেন। প্রতারণায় তার পেশা। অষ্টম শ্রেণি পাস হলেও তিনি প্রতারণার বিষয়টি ভালোভাবে আয়ত্ত করেছেন।

[৭] ডিবিপ্রধান বলেন, সিম কেনার পর ট্রুকলারে নম্বর সেভ করতেন রাষ্ট্রপতির নামে। তদবিরের জন্য যে সিম দিয়ে তদবিরের জন্য মেসেজ দিতেন সেই সিমটি পানিতে ফেলে দিতেন। এরপর তিনি তার সিম হারিয়ে গেছে বলে থানায় জিডি করেন। নতুন সিম কিনে আবার সে একইভাবে প্রতারণা করে ফেলে দিয়ে আবার সিম কিনে প্রতারণা করতেন। সিম পানিতে ফেলে জিডি করার অর্থ হলো- পুলিশ তাকে ধরলে তিনি বলতেন তার সিম হারিয়ে গেছে, তিনি জিডিও করেছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

[৮] সিরাজ রাষ্ট্রপতির নাম কেন ব্যবহার করলেন- এমন প্রশ্নের জবাবে হারুন অর রশীদ বলেন, রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তিনি কেন রাষ্ট্রপতির নাম ব্যবহার করেছেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়