ফজলুল হক, কালিয়াকৈর: [২] গাজীপুরে একটি কারখানায় লেনিনেশন মেশিন বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
[৩] বুধবার দুপুরে গাজীপুর মহানগরের বাবারুল সুখীনগর ধীরাশ্রম এলাকায় এ ঘটনা ঘটে।
[৪] এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরের বাবারুল সুখীনগর ধীরাশ্রম এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড নামের একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার দুপুর পৌনে ১টার সময় ওই কারখানায় লেনিনেশন মেশিন বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরণে কারখানায় আগুন লাগে ওই কারখানায় আগুন জ্বলে উঠে। আগুন ও বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ছয়জন।
[৫] গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন জানান, বিস্ফোরণ ও আগুনের ঘটনায় নিহত ও আহত ৬ জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :