জাফর ইকবাল, খুলনায়: [২] মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে আট মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
[৩] গ্রেপ্তারকৃতরা হলো, রুপসা থানার মিলকি দেয়ারা এলাকার মৃত জাফর খা এর ছেলে মুহাম্মদ সোহাগ খা (৩৫), বাগেরহাট কচুয়া এলাকার এনায়েত শেখের ছেলে হাফিজুর রহমান (২৫),লবণচরা ইসলামপাড়া চুমকি সড়কএর শাহজাহান শেখের ছেলে লেলিন শেখ (৩৫), একই এলাকার মোঃ মোজাফফর গাজীর ছেলে মোঃ শুকুর উদ্দিন বিল্লাহ্ (৩২), আড়ংঘাটা উত্তরপাড়া এলাকার ইসরাফিল শেখের ছেলে মুহাম্মদ মিলন শেখ (২৭), নিজ খামার এলাকার মোঃ শাহ আলম তালুকদারের ছেলে আরফান আহমেদ রনি (২৭), লবনচরা এলাকার আফজাল হোসেন মনিরের ছেলে মোহাম্মদ পারভেজ হোসেন (২৫) এবং রেলওয়ে হাসপাতাল রোডের মৃত আব্দুল মজিদ শেখ এর ছেলে মুহাম্মদ আমিন শেখ (৩৯) কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।
[৪] মাদক কারবারিদের নিকট হতে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং ০৫ গ্রাম হেরোইন আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
[৫] গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :