শিরোনাম
◈ ইসরায়েলে মিসাইল হানা ই‌য়ে‌মে‌নের হু‌তিদের, যুদ্ধবিরতির পরও ছায়াযুদ্ধ চালাচ্ছে ইরান? ◈ উচ্চআদাল‌তের রায়:  ক্রিকেটার শামিকে খোরপোশ বাবদ প্রতি মা‌সে ৪ লাখ টাকা ক‌রে দিতে হবে প্রাক্তন স্ত্রী হাসিনকে ◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ “ভুয়া তথ্য আমাদের বড় চ্যালেঞ্জ, জাতিসংঘের সক্রিয় ভূমিকা দরকার”—প্রধান উপদেষ্টা ইউনূস ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:০১ দুপুর
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলে ছাত্রলীগের আনন্দ মিছিল, পুলিশের লাঠিচার্জ

স্বপন দেব, মৌলভীবাজার: [২] মৌলভীবাজারের বড়লেখায় ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য জেলা ছাত্রলীগকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও জেলা সভাপতি সম্পাদককে কটুক্তির প্রতিবাদে সভা করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

[৩] রোববার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে বড়লেখা শহরে মিছিল করে পিসি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করে ছাত্রলীগের নেতাকর্মী।

[৪] এ সময়  আনন্দ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীদের উপর পুলিশ লাঠিচার্জ করে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৪-৫ জনকে পুলিশ ভ্যানে তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ। 

[৫] ছাত্রলীগ নেতারা জানান, বেলা ৩ টায় বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কের সম্মুখে এলে পুলিশের বাঁধার সম্মুখীন হয়। প্রায় ঘন্টাব্যাপী ব্যাপক ধস্তাধস্তি-বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় পুলিশ জোর করে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীদের পুলিশ ভ্যানে তুলতে টানাহেচড়া করে। এতে রোম্মান আহমদ নামে এক ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।

[৬] পরে পি.সি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদসভায় বক্তারা বলেন, জেলা ছাত্রলীগের সিদ্ধান্তকে স্বাগত জানান। দীর্ঘদিন থেকে ছাত্রলীগের বড়লেখা উপজেলা শাখা, পৌর শাখা ও কলেজ শাখার কমিটি মেয়াদোত্তীর্ণ ও কমিটির কয়েকজন নেতা বিবাহিত এবং ৩টি ইউনিট ভারপ্রাপ্ত দিয়ে চলছিল।

[৭] গত ১৭ ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২০ ফেব্রুয়ারি জীবনবৃত্তান্ত আহবান করা হয়। এতে দীর্ঘদিন পরে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের আশার প্রতিফলন হয়েছে। কমিটি বিলুপ্ত করায় জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে ধন্যবাদ জানান।

[৮] দ্রুত বড়লেখায় প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের আহবান জানানো হয়। নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি অছাত্র ও বিবাহিতদের সাথে নিয়ে একটি কুচক্রীমহল বড়লেখায় মিছিল করে জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদককে নিয়ে কটুক্তি করেছে। এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

[৯] কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদ তৌহিদুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর। বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান, আশির দশকের বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আছকির আলী প্রমুখ।

[১০] বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির  সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদ বলেন, আমাদের কমিটি বিলুপ্ত করে জেলা ছাত্রলীগ সঠিক সিদ্ধান্ত পালন করেছেন। আমরা আনন্দ মিছিল বের করলে পুলিশ স্থানীয় এমপির নির্দেশে আমাদের মিছিলে লাঠিচার্জ করেছে।

[১১] এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, বড়লেখায় ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ, বিবাহিত ও তিনটি ইউনিটে ভারপ্রাপ্ত থাকায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিকভাবে কমিটি বিলুপ্ত করে জীবনবৃত্তান্ত আহবান করা হয়। এসব পদে গত ২০ ফেব্রুয়ারি প্রায় ৩৮জন প্রার্থী তাদের  জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন । তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে  শীঘ্রই বড়লেখায় নতুন কমিটি ঘোষনা করা হবে।

[১২] বড়লেখা থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, দুইটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একটি পক্ষকে মিছিল নিয়ে মূল সড়কে আসতে দেওয়া হয়নি। সেখানে পুলিশ শুধুমাত্র জনগনের নিরাপত্তার স্বার্থে বিবদমান পক্ষকে মূল সড়কে আসতে দেয়নি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়