শিরোনাম
◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি ◈ কী ঘটেছিল, কী দেখে প্রাণ নিয়ে পালিয়েছিল ডাকাতদল? যা জানাগেল (ভিডিও) ◈ স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বির হত্যা: ১৫ লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত তিন সহোদর

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু, থানায় মামলা

মশিউর রহমান, নাজিরপুর: [২] পিরোজপুরের নাজিরপুরে ইদুর মারার বৈদ্যতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কিশোরের মৃত্যুর অভিযোগে নাজিরপুর থানায় মামলা হয়েছে।

[৩] মৃত ওই কিশোর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল (বারোহাজার) গ্রামের আলমগীর মল্লিকের ছেলে সিয়াম মল্লিক (১২)। 

[৪] গত সোমবার দুপুরে একই এলাকার আশরাফ মল্লিকের ইরিধান ক্ষেতে ঘটনাটি ঘটে।

[৫] এ ঘটনায় ওই রাতেই মৃত কিশোরের মা ইয়াসমিন বেগম বাদী হয়ে আশরাফ মল্লিক ও দিবাকরের নামে নাজিরপুর থানায় একটি এজাহার দায়ের করেন।

[৬] আশরাফ মল্লিক উপজেলার একই এলাকার মৃত নেছার উদ্দিনের ছেলে এবং একই এলাকার খেজুরতলা গ্রামের দিলিপ সিকদারের ছেলে দিবাকর সিকদার।

[৭] মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ১০টার সময় মৃত সিয়াম মল্লিক মাঠে বেধে রাখা গরু ও ছাগল অন্য জায়গায় বাঁধার উদ্দেশ্যে অন্য যাওয়ার সময় আশরাফ মল্লিকের জমির আইল পর্যন্ত পৌঁছালে বিদ্যুৎ দেওয়া থাকা গুনায় পা আটকে সিয়াম ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়। মামলার ১ নং ও ২ নং আসামি ইঁদুর মারার জন্য জমিতে গুনা দিয়ে যে বিদ্যুতের লাইন দিয়েছে তা কাউকেই অবহিত করেননি। আসামিদের অবহেলার কারনে তাদের দেওয়া বিদ্যুৎ সংযোগসহ ইঁদুর মারার অবৈধ ফাঁদের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বাদীর ছেলে মৃত্যুবরণ করেন।

[৮] এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহ্আলম হাওলাদার জানান, এঘটনায় মৃত সিয়ামের মা বাদী হয়ে দুজনার নামে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।  

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়