শিরোনাম
◈ প্রবাসীদের কল্যাণে মালদ্বীপে হাইকমিশনের নতুন উদ্যোগ ◈ দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ, রপ্তানির অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান ◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু, থানায় মামলা

মশিউর রহমান, নাজিরপুর: [২] পিরোজপুরের নাজিরপুরে ইদুর মারার বৈদ্যতিক ফাঁদে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে কিশোরের মৃত্যুর অভিযোগে নাজিরপুর থানায় মামলা হয়েছে।

[৩] মৃত ওই কিশোর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল (বারোহাজার) গ্রামের আলমগীর মল্লিকের ছেলে সিয়াম মল্লিক (১২)। 

[৪] গত সোমবার দুপুরে একই এলাকার আশরাফ মল্লিকের ইরিধান ক্ষেতে ঘটনাটি ঘটে।

[৫] এ ঘটনায় ওই রাতেই মৃত কিশোরের মা ইয়াসমিন বেগম বাদী হয়ে আশরাফ মল্লিক ও দিবাকরের নামে নাজিরপুর থানায় একটি এজাহার দায়ের করেন।

[৬] আশরাফ মল্লিক উপজেলার একই এলাকার মৃত নেছার উদ্দিনের ছেলে এবং একই এলাকার খেজুরতলা গ্রামের দিলিপ সিকদারের ছেলে দিবাকর সিকদার।

[৭] মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার সকাল সাড়ে ১০টার সময় মৃত সিয়াম মল্লিক মাঠে বেধে রাখা গরু ও ছাগল অন্য জায়গায় বাঁধার উদ্দেশ্যে অন্য যাওয়ার সময় আশরাফ মল্লিকের জমির আইল পর্যন্ত পৌঁছালে বিদ্যুৎ দেওয়া থাকা গুনায় পা আটকে সিয়াম ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যায়। মামলার ১ নং ও ২ নং আসামি ইঁদুর মারার জন্য জমিতে গুনা দিয়ে যে বিদ্যুতের লাইন দিয়েছে তা কাউকেই অবহিত করেননি। আসামিদের অবহেলার কারনে তাদের দেওয়া বিদ্যুৎ সংযোগসহ ইঁদুর মারার অবৈধ ফাঁদের তারে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে বাদীর ছেলে মৃত্যুবরণ করেন।

[৮] এবিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহ্আলম হাওলাদার জানান, এঘটনায় মৃত সিয়ামের মা বাদী হয়ে দুজনার নামে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।  

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়