শিরোনাম
◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩২ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, আরসার শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেপ্তার ৪

কায়সার হামিদ, উখিয়া: [২] কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের সঙ্গে সন্ত্রাসী সংগঠন আরসা গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরকসহ আরসার শীর্ষ সন্ত্রাসী মাস্টার ইউনুসসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

[৩] উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে ১টি বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ, ২টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় তৈরী এলজি, ৪ রাউন্ড বিদেশী পিস্তলের কার্তুজ, ৫টি এলজি’র কার্তুজ, বড় ককটেল ৫টি, ছোট ককটেল ৮টি, ৪টি স্মার্টফোন ও ২টি পকেট নোটবুক, ২টি হিসাবের খাতা, ৪৪ পৃষ্ঠাযুক্ত হিসাবের লিস্ট খাতা।

[৪] সোমবার রাত ৯টা থেকে ভোর পর্যন্ত জামতলী ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

[৫] গ্রেপ্তাররা হলেন- ১০ নম্বর ক্যাম্পের নজিব আহম্মদ এর ছেলে মো. ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস (৩৭), ৪ নম্বর ক্যাম্পের আব্দুল মোতালেবের ছেলে মফিজুর রহমান প্রকাশ মুজিয়া (৩৮), একই ক্যাম্পের আবদুর রহমানের ছেলে মোহাম্মদ জাবের প্রকাশ আমানুল্লাহ উল্ল্যা (২৭) ও ১ নম্বর ক্যাম্পের হাসু মিয়ার ছেলে এনায়েত উল্ল্যাহ (২৬)।

[৬] মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

[৭] তিনি আরও জানান, গত ১৯ নভেম্বর উখিয়ার ১৭নং রোহিঙ্গা ক্যাম্প এলাকা হতে গ্রেপ্তার আরসার স্লীপার সেল ও ওলামা বডির অন্যতম শীর্ষ কমান্ডার মৌলভী হামিদ হোসেন প্রকাশ ডাক্তার হামিদ এর নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সন্ত্রাসী গ্রুপের শীর্ষ সন্ত্রাসীসহ অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকে।

[৮] এরই ধারাবাহিকতায় র‌্যাব জানতে পারে যে, রোহিঙ্গা শরণার্থী শিবিরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসী গোষ্ঠী আরসা’র সদস্যরা উখিয়া থানাধীন জামতলী ১৫নং রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে বৈঠক করে পরিকল্পনা করতো। এমন তথ্যের প্রেক্ষিতে গত সোমবার রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত র‌্যাব অভিযান পরিচালনা করে। 

[৯] এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে এবং আত্মরক্ষার্থে বেশ কিছুক্ষণ ধরে র‌্যাবের সাথে আরসা’র গুলি বিনিময় হয়। একপর্যায়ে নাশকতার পরিকল্পনায় ব্যবহৃত ঘরটিকে র‌্যাবের আভিযানিক দল চারিদিক থেকে ঘেরাও করে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

[১০] প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা আরও চারজন আরসা সদস্য পালিয়ে গেছে বলে জানা যায়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়