শিরোনাম
◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত ◈ পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৪ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিডিবির নির্বাহী দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা 

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ: [২] হবিগঞ্জের পিডিবির নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার ও উপ- সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও জাল নথি সৃজন করে তা দাপ্তরিক প্রক্রিয়ায় উপস্থাপন করে ঘুষ গ্রহণ করার অপরাধ আড়াল করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

[৩] রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুর রহমান হবিগঞ্জের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) হাসানুল ইসলাম এর আদালতে এই মামলা দায়ের করেন।

[৪] আব্দুল্লাহ আল মামুন সরদার আগে ছাতকের নির্বাহী প্রকৌশলী থাকা অবস্থায় দুর্নীতির অভিযোগে বদলী হন। তিনি রাজশাহীর বোয়ালিয়া থানার হাতেমখা কলাবাগান গ্রামের মৃত সেলিম সরদারের ছেলে এবং চাঁদনী আক্তার হবিগঞ্জ শহরের রাজনগর এলাকার শাকিল চৌধুরীর স্ত্রী।

[৫] মামলার বিবরণে জানা যায়, রফিক উদ্দিন নামের এক ব্যক্তি বিদ্যুত উন্নযন বোর্ড হবিগঞ্জ থেকে থ্রি ফেইজ লাইনের বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবহার করছিলেন। গত বছরের ৩১ মে তার প্রিপেইড মিটার রিচার্জ না হওয়ায় সংশ্লিষ্ট উপ- সহকারী প্রকৌশলী চাঁদনী আক্তারের সাথে যোগাযোগ করেন। তিনি মিটারটি নষ্ট হয়ে গেছে বলে লাইনম্যান দিয়ে খুলে নেন।

[৬] তিনি রফিক মিয়াকে বলেন, এ মুহুর্তে নতুন মিটার দেওয়া সম্ভব নয় সিলেট থেকে মিটার আনতে হবে। জরুরীভাবে মিটার আনতে হলে অফিসের উর্ধতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারী ম্যানেজ করতে হবে। এজন্য তিনি ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। রফিক উদ্দিন ব্যবসায়ীক লোকসানের কথা বিবেচনা করে ৮০ হাজার টাকা দিতে রাজি হয়।

[৭] গত বছরের ১লা জুন রফিক উদ্দিন, তার ভাই নাসির উদ্দিন এবং লিয়াকত আলীসহ হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাঁদনী আক্তারের অফিস কক্ষে আসেন। এ সময় নতুন মিটার স্থাপনের জন্য লিয়াকত আলী হাত দিয়ে ৬০ হাজার টাকা প্রদান করে। কিন্তু চাঁদনী আক্তার ৮০ হাজার টাকার ১ পয়সা কম হলেও মিটার দিতে পারবেন না বলে দেন। নিরূপায় হয়ে আরও ২০ হাজার টাকা দিতে রাজি হন। এছাড়াও চাঁদনী আক্তার বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে কয়েক লাখ টাকা মাসোয়ারা চাঁদা নেওয়ারও অভিযোগ রয়েছে।

[৮] এদিকে ঘুষ প্রদানকালে নাছির উদ্দিন তার মোবাইলের গোপন ক্যামেরা দিয়ে ভিডিও ধারণ করেন। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হবিগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তার ঘুষ গ্রহণের ভিডিও হিসাবে ছড়িয়ে পড়ে।

[৯] হবিগঞ্জ দুদুকের পিপি এডভোকেট সামছুল হক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, রফিক উদ্দিন নামে এক গ্রাহকের প্রিপেইড মিটার সঠিক থাকার পরও তা নষ্ট বলে প্রতারণার আশ্রয় নিয়ে ঘুষ করেন পিডিবির লোকজন।

[১০] এ ব্যাপারে ওই গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শেষে দুদুক মামলা দায়ের করেছে। এই মামলা দায়েরের ফলে গ্রাহকরা হয়রানী থেকে রক্ষা পাবেন। উল্লেখ্য, বিভিন্ন অনিয়মের অভিযোগে নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদারকে সম্প্রতি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে বদলি করা হয়েছে। তবে আরেক অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী চাদনী আক্তার এখনও হবিগঞ্জেই বহাল তবিয়তে রয়েছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়