এস, এম আকাশ, ফরিদপুর: [২] নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার " এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হচ্ছে।
[৩] সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এসময় তিনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিভিন্ন সেবা কক্ষ পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সাথে এবিষয়ে কথাবার্তা বলে তাদের বক্তব্য ও মতামত সম্পর্কে অবগত হন। এসময় জেলা প্রশাসক মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রদেয় সেবা সম্পর্কে সকল মহলে প্রচারণা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।
[৪] এ সময় পরিবার পরিকল্পনা ফরিদপুরের উপপরিচালক মো. মোজাম্মেল হক, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) কামরুল হাসান, সহকারি পরিচালক( সিসি) ও রিজিওনাল কনসালটেন্ট ডা. আব্দুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ হাসান খান, মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. আরিফুন নাহার আশা, মেডিকেল অফিসার (এনেস্হেসিয়া) ডা. গোবিন্দ কুমার সাহা , নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল হক, প্রশাসকের কার্যালয়, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা ডা. তৃপ্তি বালা প্রমুখ উপস্থিত ছিলেন।
[৫] জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এসময় দরিদ্র ও অসহায় মায়েদের স্বাভাবিক প্রসব সেবা, সিজারিয়ান সেবা, কিশোর-কিশোরী সেবা, শিশু সেবা ও পরিবার পরিকল্পনা সেবা গুরুত্ব সহকারে প্রদান করার জন্য সকলকে পরামর্শ দেন। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রদেয় সেবা সম্মন্ধে সকল মহলে প্রচার কার্যক্রম বৃদ্ধি এবং সেবা কেন্দ্রে গর্ভবতী মহিলাদের বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষা পরিষবা চালুর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রতিনিধি/জেএ