আবুল হাসনাত, ব্রাহ্মণবাড়িয়া: [২] আশুগঞ্জে একটি প্রাইভেটকার থেকে ৯৪ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর হোটেল উজানভাটির সামনে এ ঘটনা ঘটে।
[৩] গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার বিজয়নগর উপজেলার কালিসীমা গ্রামের রাজিব মিয়া (৩০), সরাইল উপজেলার বেড়তলার জাহাঙ্গীর (২২) ও কিশোরগঞ্জ জেলার ভৈরবের স্বপন (৪০)।
[৪] আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ আহমদ জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকার যাওয়ার পথে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। ঘটনাস্থলে এক পর্যায়ে পুলিশ প্রাইভেটকারের পেছনে গাঁজার স্তুপ দেখতে পেয়ে উদ্ধার করে। এই ঘটনা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস
আপনার মতামত লিখুন :