মাজহারুল মিচেল: [২] ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
[৩] পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যমে মঙ্গলবার (৫ ডিসেম্বর) পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ব্রিগেডিয়ার মালিক সর্বজনশ্রদ্ধেয় চিকিৎসক ছিলেন। দেশে হৃদরোগের চিকিৎসা সেবায় তিনি অসামান্য ভূমিকা রাখেন। বাংলাদেশের চিকিৎসা জগতে ব্রিগেডিয়ার মালিক আলোকবর্তিকা হয়ে থাকবেন।
[৪] ড. মোমেন বলেন, পেশাদার চিকিৎসকের পাশাপাশি একজন মানবদরদী সমাজসেবক হিসেবেও মানুষের কল্যাণে তিনি আমৃত্যু কাজ করে গেছেন।
[৫] পররাষ্ট্রমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সম্পাদনা: তারিক আল বান্না
এমএম/টিএবি/এআরএস