মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: [২] দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের নির্দেশনায় শহরে মিছিল করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা।
[৩] বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের নেতৃত্বে মিছিলটি বের হয়।
[৪] এসময় মিছিল থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা ঘোষিত নির্বাচন তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শ্লোগান দেয়।
[৫] উল্লেখ্য, গত সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মঙ্গলবার দেশব্যাপী ২৪ ঘন্টার সর্বাত্মক অবরোধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :