শিরোনাম
◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ 

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০১:২৯ দুপুর
আপডেট : ৩০ নভেম্বর, ২০২৩, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিখরকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ক্রিকেট তারকা সাকিব

মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

নাঈমুর রহমান ও মো. সাইফুল্লাহ, মাগুরা: [২] বৃহস্পতিবার বেলা  সাড়ে ১২টার দিকে মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ে মাগুরা-১ আসনে (মাগুরা সদর- শ্রীপুর) আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনোনয়নপত্র জমা দেন।

[৩] মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের  হাতে মনোনয়নপত্র জমা দেন সাকিব। একইসঙ্গে মাগুরা-২ আসনের মনোনয়নপত্র জমা দেন সাবেক মন্ত্রী ও বর্তমান  সংসদ সদস্য  ড.  বীরেন শিকদার।

[৪] সাকিবের সঙ্গে মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ দলের জেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

[৫] মনোনয়ন পত্র জমা দেওয়ার পর শোকজের বিষয়ে সাকিব বলেন- শোকজের নোটিশ পেয়েছি। চিঠিতে কী লেখা আছে- তা দেখে জবাব দেবো। প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন- মাত্র ফরম জমা দিলেন। এখনো অফিসিয়াল কার্যক্রম বাকী। এ বিষয়ে পরে কথা বলবো।

[৬] এ সময় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, প্রধানমন্ত্রী সাকিব আল হাসানকে মনোয়ন দেয়ার পর আমরা নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছি। আমরা খুবই আশাবাদী সাকিবকে বিপুল ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপহার পাঠাবো। সম্পাদনা: তারিক আল বান্না

প্রতিনিধি/এনএইচ/টিএবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়