কায়সার হামিদ, উখিয়া: [২] কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসার সন্ত্রাসীরা বাড়িতে ডুকে এক রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করেছে।
[৩] বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোর সাড়ে ৬ টার দিকে ক্যাম্প-৪ এর ই/৪ ব্লকে অবস্থিত রোহিঙ্গা নেতার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
[৪] নিহত রোহিঙ্গা নেতা ক্যাম্প-৪ এর ই/৪ ব্লকের মো. মুচির ছেলে সৈয়দ আলম (২৪)।
[৫] ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ইকবাল বিষয়টি জানান।
[৬] উখিয়া থানার ওসি শামীম হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্প-৪ এর ই/৪ ব্লকে অবস্থিত সৈয়দ আলমের নিজ বাসায় অজ্ঞাতনামা ১০/১৫ রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে ঘরে ঢুকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/একে