আশরাফুল নয়ন, নওগাঁ: [২] আপন মেয়েকে ধর্ষণের দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এই রায় প্রদান করেন। রায়ে উক্ত আসামীর ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জরিমানার অর্থ ধর্ষণের শিকার মেয়েকে প্রদানের নির্দেশ দিয়েছে আদালত।
[৩] দণ্ডপ্রাপ্ত পাষন্ড পিতা জেলার পোরশা উপজেলার পোরশা গ্রামের বাসিন্দ।
[৪] রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিশেষ কৌশলী মকবুল হোসেন জানান, ২০২০ সালের ২৫ ডিসেম্বর সন্ধ্যায় নওগাঁ জেলার পোরশা উপজেলার পোরশা গ্রামের গোনা হুজুরের বাড়িতে কোরআন শরীফ পড়া শেষে নিজের বাড়িতে নিয়ে আসছিল। মাঝপথে সন্ধ্যা সাড়ে ৬টায় গণেশপুর গ্রামে কাঁচা রাস্তার পাশে জলুক ও নূর হোসেনের নার্সারিতে মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়ে বাড়িতে এসে মাকে সব ঘটনা খুলে বলে। মা তার বাবার বিরুদ্ধে পোরশা থানায় একটি মামলা দায়ের করেন।
[৫] তদন্ত শেষে আসামী উক্ত পিতার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দাখিল করে। ২০২২ সালের ১৯শে মে মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয়। চলতি বছরের ১৪ নভেম্বর ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করা হয়। উভয়পক্ষের যুক্তিতর্ক শ্রবণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এর বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার আজ এই রায় প্রদান করেন।
প্রতিনিধি/জেএ
আপনার মতামত লিখুন :