শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৮:৩৩ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনসিডিল-বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] পৃথক দুটি অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিল ও ২২ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ফরিদপুর র‌্যাব-১০। মঙ্গলবার (০৩ অক্টোবর) বিকালে ফরিদপুর র‌্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে এম শাইখ আকতারের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়।

[৩] গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক কারবারি হলেন- ঝিনাইদহের বেপারীপাড়া এলাকার আবুল বাশারের ছেলে নাজিবুল হোসেন ওরফে নাজমুল (৫২) ও বরিশালের মুলাদী থানার বাটামারা এলাকার আবুল হোসেন হাওলাদারের ছেলে মো. রাসেল (৩১)।

[৪] এর আগে সোমবার (০২ অক্টোবর) দুপুরে ফরিদপুরের মধুখালী এলাকায় অভিযান চালিয়ে ৯৭ বোতল ফেনসিডিল সহ নজিবুল হোসেন ওরফে নাজমুলকে ও একইদিন বিকালে ঢাকার কেরাণীগঞ্জ মডেল এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ২২ বোতল বিদেশী মদসহ মো. রাসেলকে গ্রেপ্তার করে ফরিদপুর র‌্যাব-১০।

[৫] গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আকতার বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও বিদেশী মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরাণীগঞ্জ ও ফরিদপুরের মধুখালীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

[৬] গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়