সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: [২] জেলার শরণখোলায় মঙ্গলবার দুপুরে থানা পুলিশ উত্তর তাফালবাড়ী গ্রাম থেকে ফুল মিয়া (৬১) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্তে বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।
[৩] শরণখোলা থানার ইন্সপেক্টর (তদন্ত) সুব্রত কুমার সরদার বলেন, থানা পুলিশ মরদেহের খবর পেয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল উত্তর তাফালবাড়ী গ্রামে গিয়ে মৃত ফুল মিয়া হাওলাদারের মরদেহের সুরতহাল করি।
[৪] মৃতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি তদন্ত জানান, নিহত ফুল মিয়া খালে বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। প্রতিদিনের মতো সোমবার দিবাগত রাতে উত্তর তাফালবাড়ী খালে মাছ ধরে খাল সংলগ্ন টংঘরে ঘুমিয়ে পড়ে। সকালে সে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন টংঘরে গিয়ে তাকে মৃত অবস্থায় পরে থাকতে দেখে বাড়ীতে নিয়ে আসে।
[৫] শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, টংঘরে বৃদ্ধের মরদেহ পাওয়ায় থানায় একটি মামলা রেকর্ড করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়না তদন্তের জন্য উদ্ধার করা বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল
প্রতিনিধি/এআরএস