শিরোনাম
◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৩০ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুদকের মামলায় ফরিদপুরে ওজোপাডিকোর পিয়ন কারাগারে

প্রতিকী ছবি

হারুন-অর-রশীদ, ফরিদপুর: [২] দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ফরিদপুরে মধুখালীর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) মোকছেদ মোল্যা (৫৪) নামের এক পিয়নকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

[৩] সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

[৪] মোকছেদ মোল্যা ফরিদপুর জেলা সদরের কবিরপুর এলাকার মৃত আব্দুল মালেক মোল্যার ছেলে। সে মধুখালী উপজেলায় ওজোপাডিকোর পিয়ন পদে কর্মরত বলে জানিয়েছেন দুদক ফরিদপুর জেলা কার্যালয়। 

[৫] আদালত সূত্রে জানা যায়, মোকছেদের বিরুদ্ধে ৪৭ লাখ ১ হাজার ১২০ টাকা অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে ৩১ লাখ ৯০ হাজার ৪শ’ ২০ টাকার তথ্য গোপন করার দায়ে একটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার মামলা নং-০১/২৩। এ মামলায় স্বেচ্ছায় আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে মোকছেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

[৬] রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মজিবুর রহমান বলেন, দুদকের মামলায় মোকছেদ মোল্যা নামের ওজোপাডিকো'র এক পিয়ন আদালত হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুরের কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়