শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] মহানগরের ২২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে (২৬) মাদকদ্রব্যসহ আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকালে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর বিষয়টি জানান।
[৩] তিনি জানান, 'খবর পেয়ে কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ শ্রীবল্লভপুর এলাকায় অভিযান পরিচালনা করে গত শুক্রবার রাতে মেহেদী হাসানকে আটক করা হয়েছে। তার বাবার নাম খোকন মিয়া। এসময় তার কাছে ছয় হাজার ২০০ পিস ইয়াবা, দুই কেজি গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
[৪] এ বিষয় কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুককে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
[৫] ওসি আলমগীর আরও বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ। পরে আটক মেহেদীকে জেল হাজতে পাঠানো হয়। মেহেদীর বিরুদ্ধে মাদক মামলা ছাড়াও সাতটি মামলা রয়েছে।
প্রতিনিধি/একে