শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:২৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ’র প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

এ এইচ সবুজ, গাজীপুর: [২] ইকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ এর প্রথম আন্তর্জাতিক সম্মেলন শনিবার (২৩ সেপ্টেম্বর) তুলা ভবন, ঢাকা এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

[৩] এ বছর সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল (Ecological Challenges Assessment and Restoration)। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। 

[৪] এ সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। 

[৫] সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম. এ. মান্নানের সঞ্চালনায় সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো: রুহুল আমিনের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ড. শেফালী রাণী মজুমদার।

[৬] দিনব্যাপি এ সম্মেলনে ভারত, জাপানসহ দেশী-বিদেশী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের দুই শতাধিক পরিবেশ বিজ্ঞানী উপস্থিত ছিলেন। সম্মেলনে দেশী-বিদেশী বিজ্ঞানীরা ৩০টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থিত দেশ-বিদেশের গবেষকদের মধ্যে ভবিষ্যতে সহযোগিতা করার প্রতিশ্রুতির মধ্যে দিয়ে এবারের আন্তর্জাতিক কনফারেন্স শেষ হয়।

প্রতিনিধি/একে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়