শিরোনাম
◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও) ◈ লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিয়েছে ভারত

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৩ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধবপুরে পুলিশের পিকআপ ও যাত্রীবাহি গাড়ির সংঘর্ষ, আহত ৭

কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ: [২] মাধবপুরে পুলিশের পিকআপ ও বিদেশ যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে এস আইসহ  ৭ জন আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার ডাক্তার বাড়ী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

[৩] জানা যায়, মৌলভীবাজার জেলার বড়লেখা থেকে ঢাকা শাহজালাল বিমানবন্দরে যাওয়ার জন‍্য একটি কারে একই পরিবারের চারজন রওনা দেন। সন্ধা ৬টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উল্লেখিত স্থানে এসে বিপরীত দিক থেকে চেড়ে আসা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি টহল পিকআপকে ধাক্কা দিলে দুটি গাড়ি ধুমড়ে যায়। 

[৪] এতে কার আরোহী রোমানিয়াগামী যাত্রী বড়লেখা উপজেলার ধর্মদীহি গ্রামের রবিন্দ্র দাসের ছেলে রাজিব দাস (২৫), তার ভাই রাজন দাস, কাকা দীলিপ দাস, বোন জামাই অর্জুন দাস, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই মনিরুল ইসলাম, পুলিশ সদস্য নূরু নবী ও মিজানুর রহমান আহত হন। আহতদের মধ‍্যে ৫ জনের অবস্থা গুরুত্বর, তাদেরকে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

[৫] আহত রাজিব দাস জানান, রাত ৩ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটে রোমানিয়া যাওয়ার কথা ছিল তার। স্বজনরা তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। এতে রাজিবসহ পরিবারের ৪ জন সদস‍্য আহত হয়েছে।

[৬] হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূইয়া সত‍্যতা নিশ্চিত করে বলেন, এসআই মনিরুল ও কনষ্টেবল নূর নবী গুরুতর আহত হয়েছেন। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়