শিরোনাম
◈ সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার ◈ ভারত সরকারের কড়া অবস্থানে বিপাকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা ◈ গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে নুরুল হক নুর লাইভে এসে যা বললেন ◈ অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প: বকেয়া বেতন না পেলে সরব না, দুই ঘণ্টার আল্টিমেটাম ◈ ছয় শিল্প গ্রুপের সম্পদের সন্ধান আরব আমিরাতে: অর্থ ফেরাতে সরকারের জোরালো কূটনৈতিক ও আইনি পদক্ষেপ ◈ ইশরাকের শপথ দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা, আসিফ মাহমুদের পদত্যাগের স্লোগান ◈ “দায়িত্ব পালনে ন্যায়ের পথে, একাকীত্বেও অনড় শফিকুল আলম” ◈ যে প্রস্তাব দিতে গিয়ে বিপদে পড়েছিলেন ড. ইউনূস! (ভিডিও) ◈ বাংলাদেশকে এড়িয়ে উত্তর-পূর্ব ভারতের বিকল্প সংযোগে মিয়ানমার-মহাসড়ক পথ বেছে নিচ্ছে ভারত

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৩, ১২:৪১ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২৩, ১০:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি পরীক্ষায় পাস না করায় বিষপানে ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় পাস না করায় জুঁই সমাদ্দার (১৫) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। মৃত জুঁই সমাদ্দার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের অসীম সমাদ্দারের মেয়ে। 

শুক্রবার (২৮ জুলাই) পরীক্ষার ফল প্রকাশের পর ওই ছাত্রী হতাশায় বিষপানে আত্মহত্যা করে। সে পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

জানা গেছে, শুক্রবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পরে জুঁই সমাদ্দার স্কুলে গিয়ে জানতে পারে সে ফেল করেছে। এই খবর জানার পর জুঁই সমাদ্দার বাড়িতে গিয়ে বিষপান করে। এরপর পরিবারের লোকজন তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বনোজ কুমার মজুমদার বলেন, জুঁই শুধুমাত্র গণিতে ফেল করেছে। সে ফেল করার মতো ছাত্রী ছিল না। টেস্ট পরীক্ষায় জুঁই সমাদ্দার ভালো রেজাল্ট করেছিল। হয়তোবা পরীক্ষা পাস না করার কষ্টে সে আত্মহত্যা করেছে।

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান স্কুলছাত্রী জুঁই সমাদ্দারের আত্মহত্যার কথা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়