ইসমাইল হোসেন, নালিতাবাড়ী (শেরপুর): নালিতাবাড়ীতে অবৈধ বিদেশি মদসহ আসাদুজ্জামান আপেল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব ১৪। সে উপজেলার পশ্চিম শমশ্চূড়া গ্রামের মো. ফছির উদ্দিনের ছেলে।
র্যাব ১৪, সিপিসি ১ (জামালপুর) ক্যাম্পের এক প্রেস রিলিজ এ তথ্য জানানো হয়।
শুক্রবার (৯ জুন ) ভোর চারটার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পূর্ব শমশ্চুড়া এলাকায় অভিযান পরিচালনা করে তার কাছ থেকে ২৪ বোতল হুইস্কি ও ৪৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ অবৈধ মাদকের বাজার মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা। সম্পাদনা: ইস্রাফিল ফকির
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :