শিরোনাম
◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচিত হলে বরিশাল হবে শ্রমিকবান্ধব নগরী: খোকন সেরনিয়াবাত

শাহ জালাল: বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) নগরীর হাটখোলাস্থ এমইপি গ্রুপের কারখানা শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে তাদের উদ্দেশ্যে এ কথা বলেন। 

খোকন সেরনিয়াবাত বলেছেন, আমার জন্য দোয়া করবেন নির্বাচিত হয়ে যেন আমি সবার কল্যানে কাজ করতে পারি। এখানে নাগরিকদের নানা মৌলিক চাহিদা রয়েছে। তার কিছুই পুরন করতে পারেনি বর্তমান মেয়র। তাই প্রধানমন্ত্রী সেই অপুরনকে পুরন করতে আমাকে এখানে পাঠিয়েছেন। মানুষের জন্য কাজ করা একটি মহৎ কাজ। সবাই এই মহৎ কাজ করতে পারেনা। আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো নগরবাসীর প্রয়োজনে কাজ করার। আমার পূর্বপুরুষও জনতার লোক ছিলেন, আমিও জনতার লোক হতে চাই। নির্বাচিত হলে অবহেলিত জনগোষ্ঠির জন্য কাজ করবো। এর জন্য ভোটের মাধ্যমে আপনাদের সহযোগীতা চাই। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বরিশালবাসীর জন্য মনোনয়ন দিয়েছেন। কেননা এ এলাকার মানুষ দীর্ঘদিন অবহেলিত ছিলেন। এখানে অভাব রয়েছে সুপেয় পানির, রয়েছে জলাবদ্ধতা, রয়েছে ট্যাক্সের বিরম্বনা, সর্বপরী বাড়ির প্লান পেতে  রয়েছে নানা জটিলতা। আমি নির্বাচিত হলে এসব সমস্যার কোনটাই খাকবেনা। এখানকার বস্তিবাসীদের উন্নয়নে এনজিওগুলো আর টাকা বরাদ্ধ দিচ্ছেনা, কাজ করছেনা দাতা সংস্থাগুলোও। নির্বাচিত হলে এসব বরাদ্ধ ফিরিয়ে আনা হবে। এখানে অনেকেই বিভ্রান্ত ছড়াতে চেষ্টা করছে এবং করবে। আপনারা সেসবে কর্ণপাত করবেননা।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে শ্রমিকবান্ধব নগরীর গড়ে তোলা হবে। এখানে আরো যাতে শিল্প কারখানা আসতে পারে তার প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহামুদুল হক খান মামুন, এমইপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো, জাহাঙ্গীর হোসেন চাকলাদার, ডিজিএম (বিজনেস ডেভলপম্যান্ট) এ্যাড. খান মাহিদ, সিনিয়র এজিএম মো. আতাউর রহমান ও সিনিয়র ম্যানেজার (ফেক্টরি) কৃষ চন্দ্র সাহাসহ প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

এসজি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়