শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ১১:১৬ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৩, ১১:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিজারের পর নবযাতক ও মায়ের মৃত্যু, ক্লিনিক ভাংচুর 

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ: জেলার মহেশপুর উপজেলার যাদবপুরে একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের ২দিন পর নবযাতক এবং তার ৪দিন পর প্রসূতি মায়ের মৃত্যুর অযিাগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্দ্ধ হয়ে স্বজনরা ক্লিনিক ভাঙচুর করেছে।

জানা গেছে, উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের মোশারফ হোসেনের কন্যা ময়না খাতুন (১৯) এর প্রসব ব্যাথা অনুভব করে। এরপর ৩০ শে মে তারিখে দুপুরে  উপজেলার যাদবপুর বাজারের আগে স্বপ্নছোয়া প্রাইভোট হাসপাতালে ভর্তি করে রোগীর স্বজনেরা। এরপর কোনো মেডিকেল রির্পোট না করে রাকিবুল ইসলাম নামের এক ডাক্তার দিয়ে অস্ত্রপচার করে তাকে সিজার অপারেশন করে । এ সময় একটি পুত্র সন্তান জন্ম দেয় ময়না বেগম। সিজারের অপারেশন করার পরপর নবযাতকের অবস্থার অবনতি হলে যশোর আদদ্বীন হাসপাতালে রেফার্ড করে ক্লিনিক কর্তৃপক্ষ। 

এরপর পরিবারের স্বজনরা ময়না খাতুন কে ক্লিনিকে রেখে তার নবজাতকে যশোরে নিয়ে গিয়ে আদদ্বীন প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। এরপর ২দিন মাথায়  নবজাতকের মৃত্যু হয়। নবযাতকের মৃত্যুর ৪ দিনপর বুধবার সকালে হঠাৎ প্রসুতি মায়ের স্বাস্থের অবস্থার অবনতি হলে ক্লিনিক মালিকের কাছে মোবাইলে পরামর্শ নেয় তার স্বামী।

পরে ক্লিনিক মালিকের কথা মত মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  ভর্তি করা হয়। দুপুরে প্রসুতি মায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় কারণে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়ার পথিমধ্যে ময়না বেগমের মৃত্যু হয়েছে। এসংবাদ শুনতে পেয়ে  পরিবারের স্বজনরা ও এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বিকাল ৪ টার দিকে যাদবপুর এলাকায় গিয়ে  ক্লিনিক টি ভাংচুর করে বন্ধ করে দেয় । 

এ ঘটনার পর ক্লিনিকের মালিক হামিদুর রহমান ক্লিনিকে না পাওয়া গেলে তার মোবাইল ফোনে কল করে বিষয়টি জানতে। তিনি বলেন, গত এক সপ্তাহ আগে তারা রোগিকে আমার ক্লিনিকে নিয়ে আসে এবং বলে তার প্রসবের ব্যাথা উঠছে সিজার করতে হবে।এরপর ময়না বেগমের অপারেশন করা হয়।রোগী ও নবযাতক বাচ্চা তখন ভালো ছিল। একদিন পর নবজাতকের অবস্থা আশংকাজনক হওয়ায় কারণে তাদের পরামর্শ দেওয়া হয় যশোর আদ্বীন প্রাইভেট শিশু হাসপাতালে ভর্তি করার জন্য। এরপরে রোগীর স্বজনরা নবজাতককে নিয়ে যায়। দুই দিন পর খবর আসে নবজাতকের মৃত্যু হয়েছে। এমন সংবাদ শুনতে পেয়ে ময়না বেগম কান্না কাটি করেনএবং শোকাহত হয়ে যায়।

এরপর ৬ মে রোগীর স্বজনরা ক্লিনিকে এসে ছাড়পত্র নিয়ে তাদের বাড়িতে নিয়ে যায়। বুধবার( ৭ মে)  ময়না বেগমের একলেসিয়ান জাতীয় সমস্যা হয়। এরপর ময়না বেগমের স্বামী তার কাছে মোবাইল করে জানাই।তিনি তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা নিতে পরামর্শ দেন।পরে রোগীর স্বজনরা তাদের বাড়ি থেকে এনে ভর্তি করে।দুপুরে ময়না বেগমের অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে রের্ফাড করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। এরপর যশোর নেওয়ার পথে নাকি ময়না বেগমের মৃত্যু হয়েছে এমনটা জানতে পারেন তার স্বামীর কাজ থেকে।পরে বিকাল ৪ টার দিকে ক্লিনিক এসে অতর্কিত ভাবে হামলা চালায় ও ভাংচুর করেছে। এরপর ক্লিনিক মালিক প্রতিষ্ঠান বন্ধ করেন। তিনি ক্লিনিক ভাংচুরের বিচারও দাবি করেন।এরপর যাদবপুর ইউপি চেয়ারম্যানের  বিষয়টি জানিয়েছেন। তারা স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা চলছে। 

এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শামীম উদ্দীনের বলেন, ঘটনাটি শুনেছি কিন্তু কোন লিখিত  অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদ বিন হেদায়েতের সাথে যোগযোগ করলে তিনি বলেন আমি খুলনায় আছি, অফিসের কাজের জন্য  অবস্থান করছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : জেরিন আহমেদ

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়